Focus
উত্তরবঙ্গে বিজেপিতে বড় ভাঙন।
উপনির্বাচনের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দাপুটে নেত্রী।
রাগের চোটে সটান নির্দল এ
পাকা গুটি খুইয়ে চিন্তায় চিন্তায় বিজেপি।
Body:- পশ্চিমবঙ্গে বিজেপির জয়যাত্রার পেছনে উত্তরবঙ্গের অবদান ছিল অন্যতম। কোনো নির্বাচনেই উত্তরবঙ্গ থেকে বিজেপিকে ফিরতে হয়নি খালি হাতে। কিন্তু এবারে সেই উত্তরবঙ্গেই বড় ফাটল বিজেপির অন্দরে। এদিন ১৭ ই অগাষ্ট ছিল জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভায় উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবার শেষ দিন। আর এই দিনই বাঁধল গোলযোগ। বিজেপির তরফে মনোনয়ন দিলেন শহীদ জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়। আর তার ঠিক পরমুহূর্তেই, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন একদা বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী তারামনি রায়।
তারামনি দেবী এদিন বেশি কিছু বলতে চান না। শুধু তার বক্তব্য অনেক কারণের জন্যই তার এই সিদ্বান্ত।
Byte – white & pink mix sari ( 00:02- 00:40)
এছাড়াও ১৯৯৮ সাল থেকে বিজেপির সাথে যুক্ত এই নেত্রীর আরো দাবী। এই দলের জন্যে তিনি অনেক ত্যাগ করেছেন। আজ কেন তিনি এমন করেছেন তার উত্তর দলই দেবে।
Byte:- white & pink sari ( 00:51-1:33)
বিজেপির অন্দরেন্দরে এই ভাঙন নির্বাচনের আগে কতখানি প্রভাব ফেলবে ফলাফলে এখন তাই দেখার বিষয়।
End
Leave a Reply