Purosobha

পুরসভার ভেতর সাংবাদিক সম্মেলন করতেই চড়াও তৃনমূল

কলকাতা পুরসভায় বসে বিজেপি নেতাদের সাংবাদিক সম্মেলন!

তৃনমূল প্রতিবাদ করতেই

সজল ঘোষের কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর জওয়ানরা তৃণমূল কাউন্সিলরের গায়ে হাত তোলার অভিযোগ

কিন্তু সত্যি টা কি?

দেখুন নিজের চোখে।

 

 

 

 

জানা যায়, কলকাতা পুরসভায় বসে বিজেপি নেতা সুনীল সিং, বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষও বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত এবং সজল ঘোষ সাংবাদিক সম্মেলন করছিলেন । হঠাৎই সাংবাদিক সম্মেলনের মাঝেই ঘরে ঢুকে পড়ে তৃণমূলের কাউন্সিলর অসীম বসু, বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায়রা।এরপর বিজেপির নেতাদের সাথে চরম বচসা শুরু হয় তাদের। তৃণমূল কাউন্সিলরদের দাবি পৌরসভায় বসে কি করে বিজেপি নেতারা সাংবাদিক সম্মেলন করতে পারে! এই নিয়ে শুরু হয় চরম বচসা।

থামিয়ে দেয়া হয় সাংবাদিক সম্মেলন। অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের উপর চড়াও হয় বিজেপি পুরপিতারা। এখানেই শেষ নয় বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর জওয়ানরা তৃণমূল কাউন্সিলরের গায়ে হাত তোলে বলে অভিযোগ। তবে এই নিয়ে যখন হচ্ছে তোলপাড় তখনই ক্যামেরায় ধরা পরল আসল চিত্র।

footge

প্রসঙ্গত প্রই সাংবাদিক সম্মেলন হয় বিশেষ এক কারণ নিয়ে । সাংবাদিক সম্মেলন থেকে সুনীল দাবি করেন, ২০০৪ সালে ৭০ বছর পুরনো একটি বাড়ি কিনেছিলেন। একুশের ভোটের পর বটতলা থানায় নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ দায়ের করেছিলেন। এরপরই পুরসভা তাঁর বাড়ির নিচে থাকা দোকান ও গ্যারাজ ভেঙে দেয়। অর্থাৎ তার দাবি অনুযায়ী শাসকবিরোধী কথা বলতেই তার বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে যখন এমনই একাধিক কথা বলছেন তারা তার মাঝেই ঘটে যায় এই বিপত্তি। নিমেষে বদলে যায় সাংবাদিক সম্মেলনের চিত্র। সাংবাদিদের সামনেই চলতে থাকে মারদাঙ্গা সৃষ্টি হয় তুমুল বিবাদ।

 

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *