যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যু রহস্যের কিনারা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
ইনসাফ দেবেন তিনি!
আদৌ করবেন তো?
বক তুই কাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার উপর প্রশ্ন নওশাদের ।
0;00-0;19 -50 sec
যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র মৃত্যু কাণ্ডে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে, একে একে রহস্য উন্মোচন হচ্ছে কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দাদের হাতে। ,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রের বাবা মার সাথে তদন্ত কতদূর এগোলো সেই নিয়ে কথা বলতেই সম্প্রতি তৃণমূলের প্রতিনিধিদল বগুলায় যায় দেখা করতে। মৃত ছাত্রের বাবার সাথে কথা বলে তাকে সমবেদনা জানায় ব্রাত্য বসু, থেকে কাকলি ঘোষ দস্তিদার ,সায়নী ঘোষ । সেদিন মৃত ছাত্রের বাবার সাথে কথা বলে তাকে আশ্বস্ত করা হয় তৃণমূলের পক্ষ থেকে । মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং কথা বলেছেন তার সাথে । যত দ্রুত সম্ভব ইনসাফ মিলবে এমনটা জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়েও একই কথা বলেন মৃত ছাত্রের বাবা।
0;25-1;15
যাদবপুর বিশ্ববিদ্যালয় ওই ছাত্রের মৃত্যুর পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল বগুলা তার পরিবারের সঙ্গে দেখা করেন। সম্প্রতি নওশাদ সিদ্দিকী ও যান সেখানে পরিবারের সঙ্গে দেখা করতে। তবে পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলাদলি ও করতে দেখা যায় তাকে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার ওপর প্রশ্ন তুলে তিনি বলেন”বকটুই কাণ্ডে মহিলালের বাড়িতে আমি গিয়েছিলাম, মহিলাল বলেছিল দিদি হ্যায়, তো জরুর ইনসাফ মিলেগা! কিন্তু আজ সেই মিহিলাল শেখ বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরছে, কার্যত মুখ্যমন্ত্রীর তদন্তের যে আশ্বাস দিয়েছেন তাকে কটাক্ষ করেন নওশাদ
তিনি বলেন, মুখ্যমন্ত্রী এর আগে অনেক আশ্বাস দিয়েছিলেন কিন্তু তারা আজ বিরোধী দল করছে। পাশাপাশি তিনি বলেন পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। তার মা বারবার বলছিলেন স্বপ্ন দীপকে ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু আমরা তো তা ফিরিয়ে দিতে পারি না। যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের কঠোরতম শাস্তি হোক সেটাও আমরা চাই। সেই আশ্বাস পরিবারকে দিয়েছি, আমরাও স্বপ্নদ্বীপের পরিবারের সঙ্গে রয়েছি।
0;37-0;49 –50
Leave a Reply