যাদবপুরে ছাত্র মৃত্যু ঘিরে রণক্ষেত্র
বিশ্ববিদ্যালয়।
সিসিটিভি লাগানো নিয়ে বচসা।
এসএফআই বনাম তৃণমূল
পুলিশের সামনেই চলল তুমুল অশান্তি
যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র মৃত্যু কে কেন্দ্র করে ইতিমধ্যেই অতি সক্রিয় হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনৈতিক সংগঠনগুলি, প্রত্যেকের দাবি একটাই, নয় আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন্স হোস্টেল থেকে পড়ে যে রহস্যজনক মৃত্যু হয়, প্রথম বর্ষের ছাত্রের তার হত্যাকারীরা যাতে সাজা পায় । এই মর্মেই মাঠে নেমেছে বিজেপির যুব মোর্চা থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ এবং বাম সমর্থিত সংগঠনগুলি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সিসিটিভি লাগানোর দাবি জানিয়ে ডিন অফ স্টুডেন্টকে স্মারকলিপি জমা দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ ,ঠিক তখনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তৃণমূল ছাত্র পরিষদকে বহিরাগত বলে দাবি করে এসএফআই। তুমুল বচসা হয় তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে । জানা যায় তৃণমূল ছাত্র পরিষদের রাজন্যা হালদার থেকে শুরু করে একাধিক কর্মী আহত হয়েছে। এইদিন বিশ্ববিদ্যালয় যখন রণক্ষেত্র আকার ধারণ করেছে ঠিক তখনই তার রেশ গিয়ে পড়েছে জলপাইগুড়িতেও।
জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ জলপাইগুড়ি থানা মোড় থেকে SFI-এর দলীয় অফিস পর্যন্ত মিছিল করে। এসএফআই পার্টি অফিস দখল করার ডাক দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। সিপিএম পার্টি অফিসের সামনেই সংঘর্ষ, ইটবৃষ্টি, ২পক্ষের বেশ কয়েকজন আহত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংগঠনের রাজ্য সভাপতির উপরে হামলা হওয়ার প্রতিবাদেই এদিন তারা মিছিলের ডাক দেয় । সেই মিছিল এসএফআইয়ের অফিস পৌঁছাতেই শুরু হয় ঝামেলা। দু পক্ষই হাতা হাতিতে জড়িয়ে পড়ে এদিন। গোটা ঘটনা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।
Leave a Reply