এখনই লোকসভা ভোট হলে বাংলায় কতগুলি আসন পাবে বিজেপি?
NDA না INDIA কার দখলে যাবে বাংলা?
NDA কি পারবে গদি ধরে রাখতে
নাকি নব নির্মিত INDIA উপড়ে দেবে NDA কে?
কী বলছে সমীক্ষা?
বিধানসভা নির্বাচন অতিক্রান্ত ,পৌরসভা নির্বাচন সদ্য উত্তরে উঠেছে রাজ্য । এখন প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে পাখির চোখ লোকসভা নির্বাচন । বলাই বাহুল্য অন্যান্য নির্বাচনে তুলনায় লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং তার কারণও আমাদের সকলেরই জানা। এই লোকসভা নির্বাচনে নির্ধারণ করে দেয় গোটা দেশে শেষ কথা হবে কার, ২০১৯-এ শেষ লোকসভা নির্বাচনের পর ২০২৪ সালে আবারো লোকসভা নির্বাচন হতে চলেছে গোটা দেশে । তার প্রস্তুতি ইতিমধ্যেই নেয়া শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি । লোকসভা নির্বাচনের প্রায় এক বছর আগে জনসমক্ষে চলে এসেছে এনডিএ র বিরোধী জোট।
এই মুহূর্তে সরকারের আসনে রয়েছে বিজেপি এবং জোট হিসেবে এনডিএ র রয়েছে সংগরিষ্ঠতা। বর্তমানে মোট ৩৮ টি দল নিয়ে এনডিএ এবং ২৬ টি দল নিয়ে ইন্ডিয়া গঠন হয়েছে । এখন এই দুই জোট এর মধ্যেই শেষ হাসি কে হাসবে তাই নিয়ে শুরু হয়েছে চাপানো তোর।
যথারীতি গোটা দেশের মুখ কে হবে ?তার চেয়ে বেশি এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলা কে জয় করতে পারবে ?কারণ ভৌগোলিক বিশেষত্ব হোক কিংবা রাজনৈতিক বিশেষত্ব গোটা দেশে এই পশ্চিমবঙ্গের ভূমিকা রয়েছে অপরিসীম ।তাই বাংলা কে দখল করবে তাই নিয়ে বিতর্কের নেই কোন শেষ।
অন্যদিকে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের মধ্যে বারবার একটি প্রশ্ন ঘোরাফেরা করছে আর সেই প্রশ্নটি হল, এবার বিজেপি বাংলায় কতগুলি আসন পাবে তা নিয়ে। ইতিমধ্যেই বেশ কিছু সমীক্ষা সংস্থা এনিয়ে সমীক্ষা চালাচ্ছে। তবে
টাইমস নাও ইটিজি একটি সমীক্ষার ফলাফল বের করেছে এবং তাতে দেখানো হয়েছে যদি এখনই লোকসভা নির্বাচন হয় তাহলে বাংলায় বিজেপি কতগুলি আসন পাবে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরাসরি ১৮ টি আসনে জয়লাভ করেছিল। বিজেপির এই জয়লাভ বাংলার বুকে সেরা। কেননা এর আগে তারা কেবলমাত্র একটি অথবা দুটিতে জয় হাসিল করতে সক্ষম হয়েছিল। এখনই যদি লোকসভা নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনের ফলাফল প্রসঙ্গে সাম্প্রতিক প্রকাশ পাওয়া সমীক্ষায় বলা হয়েছে, ২০১৯ সালের মতোই ১৬ থেকে ১৮ টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। ৪২ টি আসনের মধ্যে গত লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে ভালো ফলাফল করেছিল। সম্প্রতি জঙ্গলমহলে বিজেপি কিছুটা হলেও মাটি হারিয়েছে, তবে তার প্রভাব লোকসভা নির্বাচনে পর্বে না বলেই জানানো হচ্ছে।
অন্যদিকে এই সমীক্ষায় বলা হয়েছে, ইন্ডিয়া জোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বাংলায় ২৩ থেকে ২৭টি আসন পেতে পারে। এর পাশাপাশি সমীক্ষায় বলা হয়েছে, এখনই যদি লোকসভা নির্বাচন হয় তাহলে এনডিএ ২৯৬ থেকে ৩২৬টি আসন পেতে পারে। এই আসন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার যে মানদণ্ড তার অনেক উপরে। সুতরাং সমীক্ষা বলছে এখনই ভোট হলে ফের একবার সরকার গড়তে বিজেপিকে কেউ বাধা দিতে পারবে না।
Leave a Reply