গ্রামেগঞ্জে সচেতনতা ছড়াতে নতুন উদ্যোগ
ওঝা নয় প্রিয়জনের প্রাণ বাঁচাতে ছুটে যান চিকিৎসকের কাছে।
কুসংস্কার রুখতে এমনই উদ্যোগ এই ব্যক্তির
সাপে কামড়ে মৃত্যুর প্রবণতা এড়াতে গান বাধলে এই ব্যক্তি
“সাপে কাটা রুগি নিয়ে হাসপাতালে যাবেন,
ওঝা ফকির গুনিন দিকে কাঁচকলা দিখাবেন”।
নিজের বাধা গানে প্রচার করছেন ব্যান্ডেলের সাপ উদ্ধারকারী চন্দন ক্লেমেন্ট সিং।
গুপ্তিপাড়া টেংরিপাড়ায় এক গৃহস্থের বাড়িতে একটি চন্দ্রবোড়া সাপ ঢুকে পরায় আতঙ্ক ছড়ায়।খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী চন্দনকে।বাইক নিয়ে গুপ্তিপাড়ায় হাজির হন চন্দন।সাপ উদ্ধার করে আতঙ্ক দূর করেন।একই সঙ্গে গ্রামবাসীদের সজাগ করেন।
Byte
সাপ পরিবেশ বান্ধব।বাস্তুতন্ত্রে সব প্রাণীর থাকার অধিকার আছে।তাই সাপ মেরে না ফেলে উদ্ধারকারীকে খবর দিতে।সাপ কামরালে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে।ওঝা গুনিন দেখিয়ে সময় নষ্ট করলে রুগির মৃত্যু হতে পারে।কিছুদিন আগে গুপ্তিপাড়াতেই সাপে কাটা এক যুবকের মৃত্যু হয় সচেতনতার অভাবে।চন্দন বলেন,সাপ ধরার কায়দা না জানলে সাপ ধরা উচিত না,আবার সাপ কামরালে ওঝা গুণিন না করে সোজা হাসপাতালে নিয়ে যেতে হবে।বিষধর সাপ কামরালে কোনো ওঝা বাঁচাতে পারে না।নির্বিষ সাপ কামরালে রুগি মরে না তাই সে ক্ষেত্রে ওঝার কেরামতি বাড়ে।
Leave a Reply