লক্ষাধিক টাকার আইফোন ছিল হাতের নাগালে।
চাইলেই আত্মসাৎ করতে পারত টোটো চালক
সততার প্রতীক হয়ে iphone ফিরিয়ে দিল হতদরিদ্র এই যুবক
মানবিকতার নতুন নজির।
সুযোগ ছিল iphone হাতিয়ে বিক্রি করে মালামাল হওয়ার। সুযোগ ছিল ফোন নিজের কাছে রেখে দেওয়ার। তবে এই সমস্ত মাথাতেও আনেনি টোটো চালক। করোমিত্র মন্ডল ।বরঞ্চখানিক অপ্রত্যাশিতভাবে লক্ষাদিক টাকার ফোন হাতের নাগালে পেয়েও মালিককে ফিরিয়ে দেয় ময়নাগুড়ি ব্লকের পেশায় হতদরিদ্র টোটো চালক কর মিত্র।
মানসিকতা মানবিকতার সততা এই সমস্ত শব্দ বর্তমান সমাজে ব্যবহারের প্রবণতা ক্রমাগত কমছে । ঠিক তখনই করমিত্র বাবুর মতন কিছু লোক মনে করিয়ে দেন আজও বেঁচে আছে ভালো মানুষরা
0;03-0;20
জানা গিয়েছে, গত রবিবার জল্পেশ মন্দিরে আসেন ধূপগুড়ি ঘোষ পাড়ার কয়েকজন যুবক। সেই সময় টোটো করে ফেরার পথে হারিয়ে ফেলেন দামী মোবাইল ফোনটি। পরে ওই নম্বরে ফোন করলে টোটো চালক করেমিত্র মন্ডল ফোন ধরেন। এমনকি তিনি বলেন মোবাইলটি তার কাছে সংরক্ষিত আছে। করমন্ডল বাবুর সাথে যোগাযোগ করবার পর যত দ্রুত সম্ভব মোবাইলের মালিক আসেন মোবাইলটি নিয়ে যাওয়ার জন্য যথারীতি লক্ষাধিক টাকা দামের শখের ফোন হাতে পেয়ে প্রাণ ফিরে পান ওই যুবক। অন্যদিকে হারানো ফোন ফিরিয়ে দিতে পারে বেজায় খুশি তো তোর মালিক কর মিত্র দিনশেষে দুই টাকা কম রোজগার করলেও শান্তির ঘুম ঘুমবে সে সততার পথে চলে যটাকা রোজগার হয় তাতেই খুশি সে
0;00-0;17 duii
Leave a Reply