স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর পর
বাবা মায়ের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল।
বাড়িতে গিয়ে একেবারে বসে স্বপ্নদ্বীপের পরিবারের সঙ্গে কথা বললেন ব্রাত্য বসু, কাকলী ঘোষ দস্তিদার সহ একাধিক তৃণমূলের প্রতিনিধি।
1:50-2:16 bratya
কথাবার্তার মাঝে মাঝেই কান্নার রোল।
কি এমন কথা হলো?
আলোচনা শেষে বেরিয়ে নিজেই জানালেন শিক্ষা মন্ত্রী।
জানুন বিস্তারিত
যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বপ্নদীপ কুণ্ড মৃত্যুর পর থেকেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক ।ঠিক তেমনি যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রের রহস্য মৃত্যু কে নিয়ে রাজনৈতিক জল ঘোলা হচ্ছে প্রতিনিয়ত। বারংবার যে রাগিং চক্রের নাম সামনে আসছে সেই রাগিং চক্রের সঙ্গে কোন রাজনৈতিক দল যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন । তার মাঝেই এবার স্বপ্নদ্বীপ কুন্ডুর বাড়িতে যায় তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল । প্রতিনিধি দলে ছিলেন, শিক্ষামন্ত্রী ব্যত বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, যুবনেত্রী সায়নী ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Byte0;5-0;25 kakoli
0;00-9:0:26 sashi
এদিন স্বপ্নদ্বীপের পরিবারের সাথে প্রায় ঘন্টাখানেক ধরে কথা বলেন তারা। জিজ্ঞাসা করেন কেমন রয়েছে তারা। তৃণমূলের প্রতিনিধি দল বাড়িতে প্রবেশ করতেই সামনে কান্নাই ভেঙে পড়ে গোটা পরিবার। ছেলে কে আর হারিয়ে তারা আজ বিপর্যস্ত। একথা স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ নেই স্বপ্নদ্বীপের ।
0;00-0;26 baba
পরিবারে বেশ কিছুক্ষণ স্বপ্নদ্বীপের পরিবারের সাথে কথা বলার পর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পুরো পরিবারটাই কান্নায় ভেঙে পড়েছে। বর্তমানে বিধ্বস্ত গোটা পরিবার।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিবারের সঙ্গে কথা বলেছেন। আমরাও আশ্বস্ত করার চেষ্টা করলাম যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
1;00-1;48brtaya
Leave a Reply