Ju

যাদবপুর কান্ডে ধৃত আসানসোলের আসিফ।

গ্রেফতার হতেই একাধিক চাঞ্চল্যকর তথ্য।

ছেলে গ্রেফতার হতেই ঘরছাড়া বাবা মা।

প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পলের

 

 

 

 

 

 

 

 

 

 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদ্বীপ কুন্ডুর রহস্যজনক মৃত্যুর আটদিন অতিক্রান্ত আর এই ৮ দিনে মোট নয় জন কে নিজেদের হেফাজতে নিতে পেরেছে কলকাতা পুলিশ। এই ৯ জন অভিযুক্তের মধ্যে তিনজন যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী, তিনজন এখনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ।জেরার পর একাধিক অসংগতি উঠে আসতেই এদেরকে গ্রেফতার করে পুলিশ । স্বপ্নদ্বীপের মৃত্যুতে প্রথম সৌরভ চৌধুরী নামক যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী গ্রেফতার হয় তারপর থেকেই একে একে সপ্তক কামিল্যা দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত, মহম্মদ আসিফ অফজল আনসারি, অঙ্কন সরকার, অসিত সর্দার, সুমন নস্কর, মহম্মদ আরিফ।

 

 

 

পূর্বে উল্লেখ্য আসিফ আনসারির বাড়ি আসানসোল জেলায় প্রত্যন্ত গ্রামে । ছেলে আসিফ যাদবপুর বিশ্ববিদ্যালয় মেনস হোস্টেলে থাকত। সেই ছেলের নাম খবরের শিরোনামে আসতেই বাড়িতে তালা ঝুলতে দেখা গেল আতিফের। গ্রামের বাড়িতে সংবাদমাধ্যম পৌঁছতে দেখা যায় বাড়িতে তালা মারা । প্রতিবেশীরা জানান ছেলের খবর পেতেই কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন তারা ।

0;08-0;24 bibi

তবে আসিফ স্বপ্নদ্বীপ মৃত্যুর সঙ্গে কিভাবে জড়িত? স্বপ্নদ্বীপের মৃত্যুর পিছনে সে কতটা দায়ী এই সমস্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে কাটাছেঁড়া। অন্যদিকে আসানসোলের ছেলে আতিফের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল । গোটা ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী।

0;00-0;38


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *