ব্যালট খেয়ে মেটেনি স্বাদ
এবার কাঁচা সার্টিফিকেট খেয়ে নিল তৃনমূল কর্মী।
হারের ভয় ব্যালট ছেড়ে এবার সার্টিফিকেট
হুলুস্থুলু কান্ড উত্তর দিনাজপুরে
ব্যালাট এখন অতীত ব্যালটের পর তৃণমূল কর্মীর পেটে গেল বিজয়ীর সার্টিফিকেট । কি কান্ড! উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার সার্টিফিকেট খেয়ে রেকর্ড গড়লো তৃণমূল কর্মী।
জানা গেছে রায়গঞ্জের কমলাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন চলাকানীন বিজেপির প্রধান পদপ্রার্থীর সরকারি উইনিং সার্টিফিকেট ছিড়ে ফেলে তৃনমুলের বিজয়ী সদস্যা।
Byte
উল্লেখ্য এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর থেকেই উত্তেজনা বাড়ে ওই চত্ত্বরে। অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে পঞ্চায়েত অফিসের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায় বিজেপির কার্যকর্তারা।
এদিন গঠন প্রক্রিয়া শেষ হতে বোঝা যায় এই পঞ্চায়েতে বিজয়ী বিজেপি, যথারীতি বিরোধী দল ক্ষমতায় আসবে একথা জানতে পেরেই মাথায় আকাশ ভেঙ্গে পড়ে অভিযুক্ত এই তৃণমূল কর্মী সোনা তোপনো নামক অভিযুক্তের মাথায় । বোর্ড গঠন প্রক্রিয়া সমাপ্ত হলে বাইরে বেড়িয়ে এসে বিজেপির সদ্য নির্বাচিত উপ-প্রধান সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অভিযোগ এরপর নাকি তৃনমুলের বিজয়ী সদস্য নথি ছিড়ে ফেলেন । শুধু তাইই নয়, এক মহিলা সদস্যার বিরুদ্ধে সরকারি জয়ের সার্টিফিকেটের কাগজ ছিড়ে খেয়ে ফেলারও অভিযোগ তোলেন।
যদিও এই বিষয়ে সোনা তোপনো নামে অভিযুক্ত ওই তৃনমুলের পঞ্চায়েত সদস্যার দাবী, বিজেপির তোলা এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং তাদের দাবী মত পুনরায় ভোটাভুটি হয় নি।
Leave a Reply