যাদবপুর কাণ্ডে সৌরভ চৌধুরী গ্রেফতার হতেই বিস্ফোরক সৌরভের মা
ছেলে অপরাধী শুনতেই নিমেষের মধ্যে বদলে গেল মায়ের ব্যবহার
যাদবপুর কান্ডের নয়া মোর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুর পর অভিযুক্তের তালিকায় প্রথম যার নাম উঠে আসে সে সৌরভ চৌধুরী। যাদবপুরর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এই সৌরভ চৌধুরী ইতিমধ্যেই সংবাদের শিরোনামে তবে শারীরিকভাবে এখন সে পুলিশের হেফাজতে । স্বপ্নদ্বীপের বাবার অভিযোগের ভিত্তিতে এবং সৌরভের কথায় অসংগতি থাকার ফলেই তাকে আটক করেছে পুলিশ।
তদন্ত প্রক্রিয়া শুরু হলে জানা যায় ঘটনায় অভিযুক্ত সৌরভ চৌধুরীর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা থানার খারুষ এলাকায়। বছরখানেক আগে স্বপ্নদ্বীপের মতো সেও বাড়ি থেকে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভর্তি হয় জীবন গড়তে।জানা গেছে,সৌরভ চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে অঙ্ক নিয়ে পড়াশোনা করতেন। ২০২২ সালে MSc পাশ করেন তিনি। হিসাব মতো বাকি পাঁচটি ছাত্রের মতন হোস্টেল ছেড়ে সেই বছরই বেরিয়ে আসার কথা তার। । তবে জানা যাচ্ছে এমএসসি পাস করার এক বছর পরও হোস্টেলেই থাকতেন তিনি । তবে হোস্টেলে থেকে ছেলে এত বড় অপরাধ করবে তা কিছুতেই মানতে পারছে না সৌরভের মা। তার মতে ছেলেকে ফাঁসানো হচ্ছে । গ্রামের বাড়িতে ছেলের সম্পর্কে এমন কথা শুনতেই কান্নায় ভেঙে পড়েছে সৌরভ চৌধুরীর বাবা নিরুপ চৌধুরীএবং মা প্রনতি চৌধুরী।
Byte
ছেলেকে পাঠিয়েছিলেন পড়াশোনা করতে ,অনেক স্বপ্ন ছিল ছেলেকে ঘিরে ।বড় চাকরি করবে সে, বাবা-মাকে দেখবে । সেই ছেলের বিরুদ্ধে এমন খবর শুনে আকাশ ভেঙে পড়েছে তাদের মাথায়।
Byte
তবে মায়ের মন কি বোঝে ছেলের অপরাধ ? মায়ের কাছে যে সাত খুন মাফ। যদিও সৌরভ চৌধুরী এখনো অভিযুক্তদের তালিকায়। তদন্ত এখনো বাকি । তদন্ত প্রক্রিয়া চলছে দ্রুত গতিতে। অন্যদিকে স্বপ্নদ্বীপের মৃত্যু নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানো তোর । এখন প্রশ্ন হল স্বপ্নদ্বীপের মৃত্যুর পিছনে তাহলে আসলে দায়ী কারা?
Leave a Reply