স্বামীকে হারিয়েছিল অল্প বয়সেই।
দেশের জন্য প্রাণ দিয়েছিল স্বামী।
বড় বড় হেভিওয়েট ছেড়ে এই মহিলাকে প্রার্থী করল বিজেপি।
সীমানায় জঙ্গিদের রুখতে গিয়ে বেঘরে প্রাণ গিয়েছিল স্বামীর ।স্বামীর জন্য প্রহর গুনলেও দিনশেষে বাড়ি ফিরেছিল স্বামীর কফিন বন্দী দেহ। দেশ হারিয়েছিল তার বীর পুত্রকে এবং এই জওয়ানের স্ত্রী হারিয়েছিল নিজের স্বামী জগন্নাথ রায়কে। তাই এই ক্ষতি ছিল অপুনর্ভব। জঙ্গি হামলায় শহীদ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রীকেই উপ নির্বাচনে প্রার্থী করল বিজেপি।
উল্লেখ্য, ২০২১ সালের ২৫ মার্চ শ্রীনগর-বারামুলা জাতীয় সড়কে সিআরপিএফের ৭৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের রুটিন টহলদারির সময় আচমকা আক্রমণ চালায় লস্কর জঙ্গিদের একটি দল। ঘটনায় গুরুতর জখম হন ধূপগুড়ির পশ্চিম শালবাড়ীর বাসিন্দা সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়। এরপর বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর মৃত্যু হয় তাঁর। সেখান থেকে কফিনে করে যখন তাঁর দেহ বাড়িতে আনা হয়।
, প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনে কে কত পাকা, প্রার্থী দিতে পারে সেই নিয়ে যখন রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে প্রতিযোগিতা । ঠিক সেই সময় ধুপগুড়ি বিধানসভার এই ব্লকে বিজেপির প্রার্থী কে হবে তাই নিয়ে শুরু থেকেই ছিল জল্পনা।
ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম এবং রাজ্যের শাসকদল তৃণমূল আগেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল। তবে প্রধান বিরোধী দল বিজেপি কিছুতেই সেখানে প্রার্থীর নাম ঘোষণা করছিল না। বিজেপির পক্ষ থেকে একাধিক heavy ওয়েটদের নাম জল্পনায় জড়ালেও শেষমেষ জগন্নাথ রায়ের স্ত্রীকে টিকিট দেয় বিজেপি
Leave a Reply