Footge

Footge

 

এ যেন একেবারেই সত্য ঘটনা অবলম্বন করে বানানো ছবি। ভারতীয় জওয়ানদের সম্মান জানাতে অনবদ্য প্রচেষ্টা কোচবিহারের যুবকদের । গোটা দেশ যখন ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের মাধ্যমে দেশকে সম্মান জানাচ্ছে ঠিক তখনই কোচবিহারের এই রাজবংশী ছেলেদের চেষ্টা ব্যতিক্রমী হিসেবে উঠে এলো ক্যামেরার সামনে। দেশকে সম্মান জানানোর জন্য অভিনব পদ্ধতি বেছে নিয়েছে তারা।

 

রাজবংশী জিরো জিরো ফোর নামে তাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে ।সেই চ্যানেলে ছোট ছোট ভিডিও বানায় তারা। ১৫ ই আগস্ট উপলক্ষে একটি ছোট থ্রিলার শট ভিডিও বানিয়েছে তারা। যার নাম দিয়েছে মিশন কোচবিহার। একেবারে সিনেমার কায়দায় তৈরি হয়েছে চিত্রনাট্য। সেভাবেই অভিনয় করেছে প্রত্যেকে, অল্প বয়সেই যুবকদের কাণ্ডকারখানা দেখলে মাথা ঘুরে যাবে আপনার । অনবদ্য উপায়ে ভারত পাকিস্তানের মাঝে যে শত্রুতা এবং ভারতীয় জওয়ানদের দেশের প্রতি যে দায়বদ্ধতা ফুটিয়ে তুলেছে তারা।

 

 

। নয়ন রায়ের পরিচালনায় ভিডিওর গুরুত্তপূর্ণ অংশে ফুটে উঠেছে দেশাত্মবোধের দৃশ্য।

যুবকরা জানাচ্ছেন মূলত তারা রাজবংশী কমেডি ভিডিও ও ট্রেন্ডিং এর উপর ভিত্তি করে ভিডিও বানিয়ে থাকেন। কিন্তু এই প্রথম দেশাত্মবোধক থ্রিলার ভিডিও বানিয়েছেন তারা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *