মুসলিম হয়েও মহাদেবের চরম ভক্ত তিনি।
মাথায় ফেজ টুপি মুখে বোম ভোলে
শ্রাবণ মাসের শেষ সোমবার দেখা মিলল এমনই এক ভক্তের।
তিনি বিশ্বাসী মানুষে।
তিনি বিশ্বাসী সম্প্রীতিতে।
0:46+0;57
ভিন্ন তার ধর্ম ,ভিন্ন তার সম্প্রদায়। তবে সে যে রক্তমাংসেরই তৈরি। তাই মানুষের কষ্ট তাকে বেদনা দেয়। যখন দেখেন দূর দুরান্ত থেকে বাঙালি ভাইয়েরা কাঁধে বাঁক নিয়ে আসছে মহাদেবের মাথায় জল ঢালতে। মন কেঁদে ওঠে নদীয়া জেলায় কৃষ্ণনগরের রাধানগরের গ্রিল মিস্ত্রী ইনসান দফাদারের । নামেই যার ইনসান তার মধ্যে মনুষ্যত্ববোধ থাকবে সেটাই স্বাভাবিক। শ্রাবণ মাসের শেষ সোমবারে তিনিই যেন সম্প্রীতির নতুন নজির তৈরি করল।
0;07-0;026
।নবদ্বীপ থেকে যারা জল নিয়ে শিব নিবাস এর উদ্দেশ্যে যাচ্ছেন তাদের তৃষ্ণা মেটাতে দেখা গেল এই ব্যক্তির। দূর দূরান্ত থেকে যখন কাঁদে বাক নিয়ে আসছে ভক্তরা তখন শিব সেবার আগে মানুষকে সেবা করতে দেখা যায় তাকে। কারণ তিনি বিশ্বাস করেন মানুষের মধ্যেই ঈশ্বর বাস করে। তাই ভিন্ন ধর্মের মানুষ হয়েও বাঙালি ভাইদের পাশেই তিনি দাঁড়িয়েছেন ব্রতী হয়ে। উন্নত ভারতে দাঁড়িয়ে তিনি বিশ্বাস করেন আজ ঈদ, দুর্গাপুজো এ সমস্তই উৎসবে পরিণত হয়েছে যে উৎসবে শামিল হয় প্রত্যেক সম্প্রদায়ের মানুষেরা । তাই এই ভারত ধর্মনিরপেক্ষ ভারত ।
0;35-0:57
তারা যখন হজ করতে যান তখন অনেক হিন্দু ভাই তাদের সহযোগিতা করেন আশীর্বাদ এবং শুভকামনা জানান।তাই দেবাধিদেবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় পূর্ণ অর্জনের পথে, তৃষ্ণা ক্ষুধা নিবারণে , সামান্য কিছু প্রচেষ্টা করছেন তিনি। দীর্ঘ পথ অত্যন্ত কষ্ট করে তারা হেঁটে পৌঁছান, সে ক্ষেত্রে একটু সহযোগিতা করলে মনের তৃপ্তি হয়। তিনি বিশ্বাস করেন সব ধর্মতেই জীবের সেবা করার কথা বলা আছে। সেটাই সর্বশ্রেষ্ঠ মানব ধর্ম।
Leave a Reply