87

মাত্র ৮৭ টাকায় কলকাতা থেকে সুন্দরবন, ।

120 কিমি পথ ভ্রমণ করতে পারবেন মাত্র ৮৭ টাকার বিনিময়ে।

ধর্মতলা থেকে শুরু হতে চলেছে এই বাস পরিষেবা।

অত্যন্ত নূন্যতম খরচে এবার সম্ভব হবে দীঘা ভ্রমণ

নতুন বাস পরিষেবা আনল SBSTC।

 

স্বাধীনতা দিবসে (Independence Day) বিভিন্ন সংস্থা দেশবাসীকে বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকে। তবে সেই সকল উপহারের মধ্যে এবার এমন একটি উপহার মিলল যা সহজেই কলকাতা থেকে যাত্রীদের পৌঁছে দেবে সুন্দরবন (Sunderbans) , আবার সহজেই সুন্দরবন থেকে নিয়ে আসবে কলকাতা (Kolkata)। মাত্র ৮৭ টাকায় এই দূরত্ব অতিক্রম করতে পারবেন যাত্রীরা। রাজ্যের বাসিন্দাদের এমন উপহার দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC)।

 

মঙ্গলবার এমন নতুন বাস পরিষেবা চালু হয় কলকাতার ধর্মতলা থেকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মৈপিঠ এবং মৈপিঠ থেকে কলকাতার ধর্মতলা। এদিন এই নতুন বাস পরিষেবা চালু হয় মৈপিঠ থেকে। এদিন এমন বাস পরিষেবা চালু করেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রীর দিলীপ মন্ডল। এছাড়াও ছিলেন কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল সহ অন্যান্যরা।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৈপিঠ থেকে স্থানীয় যে রেলস্টেশন রয়েছে, তার দূরত্ব ৫০ কিলোমিটার। এক্ষেত্রে মৈপিঠ আসা অথবা এখান থেকে যারা কলকাতা যেতে চান তাদের বাসে করে স্থানীয় জয়নগরের ওই রেল স্টেশনে আসতে হয়। তারপর সেখান থেকে ট্রেন ধরে কলকাতা পৌঁছাতে হয়। এর ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে সরাসরি কলকাতা পর্যন্ত একটি বাসের চাহিদা দীর্ঘদিন ধরেই ছিল। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি যারা সরাসরি কলকাতা থেকে মৈপিঠ আসতে চান তারাও উপকৃত হবেন।

 

মৈপিঠ থেকে কলকাতার ধর্মতলা আসার সময়সূচী : প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন এই বাসটি মৈপিঠ থেকে কলকাতা যাতায়াত করবে। এক্ষেত্রে সকাল ছয়টার সময় বাসটি মৈপিঠ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। মৈপিঠ থেকে কলকাতার দূরত্ব ১২০ কিলোমিটার এবং এর জন্য ভাড়া দিতে হবে মাত্র ৮৭ টাকা।

 

কলকাতার ধর্মতলা থেকে মৈপিঠ : প্রতিদিন কলকাতার ধর্মতলা থেকে মৈপিঠ পর্যন্ত বাসটি যাতায়াত করবে। প্রতিদিন বিকাল বেলায় সাড়ে চারটের সময় ধর্মতলা থেকে ছাড়বে এই বাসটি। আসার মতোই যাওয়ার পথেও যাত্রীদের ৮৭ টাকা ভাড়া দিতে হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *