Ojogar

লোকালয়ে উদ্ধার অজগর।।

বর্ষাকাল পড়তেই সাপের উপদ্রব।

বাড়ির পাশেই ঘাপটি মেরে বসে রয়েছে অজগর।

শিকারের অপেক্ষায়

মানুষ দেখতে পেয়ে যা হল ভাবতে পারবেন না ।

 

 

লোকালয়ে অজগর ।রাতের অন্ধকারে গৃহস্থের পাশেই দীর্ঘক্ষণ ধরে ঘাপটি মেরে বসে রয়েছে সে । জলপাইগুড়ি মুন্ডা বস্তিতে গৃহস্থের বাড়ির ঘরের পাশে রাতের অন্ধকারে কখন যে এসেছে সেই অজগর তা কেউ জানে না । দিব্য চলছিল সবকিছু। হঠাৎই যে এমন কাণ্ড ঘটবে তা কে জানতো! প্রায় সাড়ে সাত ফুট লম্বা, চকচকে দেহ নিয়ে অজগর বসে রয়েছে শিকারের অপেক্ষায়। তাও আবার ঘরের পাশে।

 

তবে শিকারের অপেক্ষায় থাকলেও ভাগ্যক্রমে এইদিন নিজেই ফাঁপরে পরে ভয়ানক। চলতে গিয়ে জালে আটকা পড়ে একটি সাড়ে সাত ফুটের অজগর।

 

 

বহুক্ষণ ধরে জালে আটকে ছিল অজগর। পরে তা দেখেই হইচই পড়ে যায় এলাকায়। উৎসুক জনতার ভিড় জমে যায়।খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংস্থা গ্রীন জলপাইগুড়ি কে। এরপর গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাসের নেতৃত্বে উদ্ধারকারী টিম মুন্ডা বস্তি পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করেন।

20-36

গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তথা পরিবেশ প্রেমী অংকুর দাস জানান,সাপটি দীর্ঘক্ষণ ধরে জালে আটকে থেকে হাঁসফাঁস করছিলো। সামান্য আঘাত পেয়েছে জালে আটকে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।।সাপটাকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে।।

0:00-0;19 neel

 

তবে জঙ্গল থাকতে লোকালয় কেন চলে আসছে সাপ, এই প্রশ্নের উত্তরে তিনি জানান

Byte:0-43-1;15


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *