রক্তে ভেসে যাচ্ছে মেঝে!
হাসপাতালের ভেতরেই সেই রক্ত চেটে খাচ্ছে কুকুর!
মৃতদেহের রক্ত চুঁইয়ে পড়ছে ট্রলি থেকে.
হাসপাতালে জরুরী বিভাগে রোগীদের পাশেই চলছে এমন মর্মান্তিক দৃশ্য।
যা দেখলে গা শিউরে উঠবে আপনার।
0;00-0;16
এই নাকি হাসপাতাল ! এখানেই নাকি প্রতিদিন শতাধিক রুগী আসে নিজেদের জীবন বাঁচাতে.।ভাবতে পারছেন? চন্দননগর মহকুমা হাসপাতালের এই দৃশ্য দেখলে চোখে জল আসবে আপনার .।ট্রলি থেকে বেরিয়ে আসছে রক্ত। আর সেই রক্ত চেটে খাচ্ছে, রাস্তার সারমেয়রা। এই দৃশ্য দেখলে অবাক হবেন আপনি। আরো অবাক হবেন যখন জানতে পারবেন ওই ট্রলির ভেতর আর কিছু নয় রয়েছে মানুষের মৃতদেহ।
জানা যায় ,ঘটনার দিন চন্দন নগরের একটি মাল্টিপ্লেক্সের ক্যাপসুল লিফটে কাজ করার সময় তিনতলা থেকে পরে মাথায় আঘাত লেগে মৃত্যু হয় এক ঠিকা শ্রমিকের।চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে,সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে ওই ব্যক্তিকে।ঘটনাচক্রেই সেই ব্যক্তির মৃতদেহ দীর্ঘক্ষণ ধরে পড়েছিল চন্দননগর মহকুমা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে । ট্রলির মধ্যে রাখা হয় ওই ব্যক্তির মৃতদেহকে । না কোন সংস্কার ,না কোন রকম ব্যবস্থা। দীর্ঘক্ষণ ধরে ওভাবেই মৃতদেহ পড়ে থাকাতে ট্রলি থেকে বেরোনো গন্ধে উপস্থিত হয় কিছু কুকুর। জরুরি বিভাগে ঢুকে সেই রক্ত চেটে চেটে খেতে থাকে তারা। অবাকজনক বিষয় সেই একই জায়গায় রয়েছে রোগীরা । একই হাসপাতালের মধ্যে এমন চিত্র দেখে রীতিমতো অবাক রোগীর পরিবার। কোথায় রয়েছে তাদের আত্মীয়রা? ।শিউরে ওঠার মত এই ছবি প্রকাশ্যে আসতেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।চন্দননগরের বিজেপি সভাপতি গোপাল চৌবে অভিযোগ চন্দননগর হাসপাতাল এখন শ্মশানে পরিণত হয়েছে। এর আগেও বিভিন্ন অমানবিক ঘটনা ঘটেছে।প্রকাশ্যে কুকুর ঘুরে বেড়ায় ওয়ার্ডের ভেতরে ঢুকে পড়ে কেউ দেখার নেই।এটা হাসপাতালে নিরাপত্তারক্ষীরা দেখেনা।
Byte0;00-0;33
যদিও এ বিষয়ে হাসপাতাল সুপার ধ্যানব্রত মন্ডল কিছু বলতে চাননি।তবে বিষয় হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসতেই কুকুর তারানোর ব্যবস্থা করা হয়।
হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া বলেন,কি হয়েছে জেনে তারপর আমি বলতে পারব।আমার মনিটারিং অফিসার আছে তাকে পাঠিয়ে বিষয়টি জানব।।0;00-0;08mohila
Leave a Reply