Tmc

এক কার্যালয়

অথচ কখনো উড়ছে তৃণমূলের পতাকা আবার কখনো বিজেপির

আদতে কাদের দলীয় কার্যালয়!

বুঝতে গিয়ে হিমশিম খাচ্ছে মানুষ!

0:26-0;37 BJP roga

মাথাভাঙ্গা এক ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত ।এই পঞ্চায়েত নিয়েই যত সমস্যা । কখনো এই পঞ্চায়েতে ঝুলেছে বিজেপির পতাকা । আবার কখনো ঝুলেছে তৃণমূলের পতাকা। কয়েকদিন বাদ বাদ পতাকার এই পরিবর্তন এক ঘেয়েমি দূর করলেও বলছে অনেক কথা। পতাকার বদল মানে ক্ষমতার হস্তান্তর, অর্থাৎ ধরে নিতে হয় কোন হাত তথা কোন দল বেশিদিন পারছে না ক্ষমতা ধরে রাখতে।

২০১৯ সালের আগে থেকে এই পঞ্চায়েত ঝুলতো তৃণমূলের পতাকা ২০১৯ সালে লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি জয়লাভের পর এই পঞ্চায়েতে ঝোলে বিজেপির পতাকা ,আবার মোড় ঘুরে যায় ২০২১ সালে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়লাভ করলে এই কার্যালয়ে ফের তৃণমূলের পতাকা ঝোলে । এভাবেই চলছিল কার্যালয় । গ্রামের লোকজন শেষ কয়েক বছর এই কার্যালয়কে তৃণমূলের কার্যালয় হিসেবেই মেনেছে । তবে পঞ্চায়েত নির্বাচন হতে ফের ভোল বদল হলো কার্যালয়ের।

0;51-1:20 bjp

পঞ্চায়েত নির্বাচনে মাথাভাঙ্গা ১ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১ টি গ্রাম পঞ্চায়েত , নয়ারহাট গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি।এরপরই বিজেপি নেতৃত্ব স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। তৃণমূল বিজেপির মাঝে মিটিং হওয়ার পরেই রবিবার তৃণমূল নেতৃত্ব দলীয় কার্যালয়ের চাবি বিজেপি নেতৃত্বের হাতে তুলে দেন।

0;00-0;29 sada

তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান বলেন নয়ারহাট গ্রাম পঞ্চায়েত জেতার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূল নেতৃত্বের কাছে তারা চাবি তুলে দিয়েছে


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *