5000

স্বাধীনতার ৭৭ বছর উদযাপনে ৫০০০ পরিবারকে বিনামূল্যে পতাকা বিতরণ।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাড়ঘর তিরাঙ্গা উদ্যোগে এবার গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে উড়বে জাতীয় পতাকা।

 

 

১৫ ই আগস্ট গোটা দেশের প্রত্যেক বাড়িতেই উত্তোলিত হবে এই পবিত্র পতাকা।

0;00-0! 11

 

৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই জোড় কদমে সেজে উঠছে গোটা দেশ । ইতিমধ্যেই গোটা দেশ সাজিয়ে তোলা হয়েছে তেরঙে । দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি উদযাপন করার জন্য প্রস্তুত সরকার থেকে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতবছর কর্মসূচির ডাক দিয়েছিলেন যার নাম হরঘর তিরাঙ্গা। যার দরুন প্রত্যেকটি বাড়িতে স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনের মাধ্যমে নিজের দেশকে সম্মান জানানোর রীতি মানা হবে। এবছরেও সেই কর্মসূচির অন্যথা হয়নি । টেলিভিশন রেডিওর মাধ্যমে পতাকা উত্তোলনের জন্য মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই কর্মসূচির কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল দুর্গাপুরের এক সমাজ সেবী পারিজাত গাঙ্গুলী।

0;00-0;33

 

এই বছর সেই কর্মসূচিকে দুর্গাপুরে ইস্পাত নগরের বুকে পালিত করতে প্রায় ৫ হাজার মানুষের বাড়িতে তিরঙ্গা পতাকা পৌঁছালেন ইস্পাতনগরীর বিশিষ্ট সামাজিক সমাজসেবী পারিজাত গাঙ্গুলী। শনিবার ও রবিবার দুর্গাপুরের চন্ডীদাস সংলগ্ন বিজোন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে তিরঙ্গা পতাকা ও মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি। যথারীতি স্বাধীনতা দিবসের আগে বাড়িতে বাড়িতে পতাকা পৌঁছে দিতে খুশি সাধারণ মানুষ


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *