! 15-0;19
অনুব্রত নেই
নেই সেই হুংকার
সেই ক্ষমতার অপব্যবহার!
আবার কেউ বলছে অনুব্রত না থাকা তে অনেক বড় ক্ষতি।
অনুব্রত জেল যাত্রার বর্ষপূর্তিতে কি বলছে বীরভূম?
কেমন হয়েছে অনুব্রত হীন বীরভূম?
কেমন রয়েছে অনুব্রত গড়?
অনুব্রতহীন বীরভূম যা কয়েক বছর আগে পর্যন্ত বীরভূমের মানুষের কাছে চিন্তার অতীত ছিল তা বাস্তবে রূপায়িত হয়েছে এক বছর হল। এক বছর হল বীরভূমে নেই অনুব্রত মণ্ডল তার বিরুদ্ধে গরু পাচার সহ একাধিক অভিযোগ থাকাতেই ইতিমধ্যেই সে ইডির ঘেরাটোপে । যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিশেষণ হিসেবে বারংবার ব্যবহার করা হয়েছে দোর্দণ্ড প্রতাপ ,ক্ষমতা বান নেতা । সেই নেতা বীরভূমের মাথার উপর থেকে সরতে কেমন রয়েছে বীরভূম ?কেমন রয়েছে সেখানকার মানুষ? অভিযোগ অনুযায়ী দুর্নীতির কান্ডারি সরতেই দুর্নীতি কি আদতে কমেছে বীরভূমে।
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, অনুব্রত মণ্ডল এক বছর ধরে জেলবন্দী আছেন তা আইন আছে বলেই সম্ভব। অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে বোলপুর শান্ত রয়েছে। একটি রাজনৈতিক দলের নেতা যদি দুর্নীতি পরায়ন হন এবং তিনি জেলবন্দী অবস্থায় থাকেন তাহলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই ভালো থাকবেন।
0;00-0;27 komola
অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে, অনুব্রত মণ্ডল যদি এখনই জামিন পেয়ে যান তাহলে অন্যান্য যে সকল নেতারা রয়েছেন তারাও এই ধরনের দুর্নীতি করতে সাহস পেয়ে যাবেন। তবে অনুব্রত মণ্ডল কে জেলবন্দি রেখে অন্যান্য দুর্নীতি পরায়ন তৃণমূলের নেতারা বাইরে রয়েছেন। আর এই এক বছর ধরে তিনি জেলবন্দি থাকার ফলে সাধারণ মানুষেরা জাগ্রত হচ্ছেন এবং তারাও পথে নামছেন।
0;00-0;25 neel
মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে কোর কমিটি গঠন করে দল পরিচালনা করা হচ্ছে। তার উপস্থিতি না থাকা দলের পক্ষে অভাব হলেও দল তো আর বসে থাকতে পারে না। এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, দলের নির্দেশে নির্দেশেই তারা আগামী দিনে দল পরিচালনা করবেন।
0;00+0;28
Leave a Reply