Nolan

Teaser

 

নোলান বানালে এমনই বানাতেন ।ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির মুক্তির আগে এমনই মন্তব্য করেছিল অভিনেতা দেব। ব্যোমকেশ হিসেবে দেবের প্রথম আত্মপ্রকাশ ঘটলেও। বাংলা চলচ্চিত্র জগত উত্তম কুমারের পর থেকে প্রথম সারির তাঁবড় তাবড় অভিনেতাদের দেখেছেন ব্যোমকেশের চরিত্রে। তাই শুরু থেকেই অভিনেতা দেবের উপর যে বাড়তি চাপ ছিল তা বলাই বাহুল্য। তবে শুরু থেকেই নিজের ছবি ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে ১০০% কনফিডেন্ট ছিলেন তিনি। যথারীতি ট্রেলার মুক্তির পর থেকেই দেব ভক্তদের কাছে বিরাট বড় প্রাপ্তি ছিল দেবকে বোমকেশ চরিত্রে দেখা। অন্যদিকে একদল শুরু থেকেই দেবকে ব্যোমকেশ হিসেবে মানতে বেজায় নারাজ। প্রশ্ন ওঠে দেব কি পারবে নিজের ভক্তদের আশা পূরণ করতে? গতকাল দেব এবং রুক্মিণী মৈত্র অভিনীত এবং বিরষা দাশগুপ্ত পরিচালিত ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুক্তি পেতেই কি বলছে আম জনতা ? কেমন হলো দেবের ব্যোমকেশ?

 

 

 

 

উত্তম কুমারের পর বাজারে এই মুহূর্তে ব্যোমকেশ হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ ঘটিয়েছে পরমব্রত থেকে আবীর যীশু সেনগুপ্ত থেকে অনির্বাণ তবে এত পরীক্ষার পর কেন দেবের ব্যোমকেশ ব্যতিক্রমী? উত্তর দিলেন সাধারণ মানুষ।

 

টনিক,প্রজাপতি, কাছের মানুষ , দেব যে মেইনস্ট্রেন হিরো থেকে বেরিয়ে ধীরে ধীরে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে তা বলাই বাহুল্য। তবে একদিকে যখন ওটিটিতে মুক্তি পাচ্ছে শ্রীজিৎ মুখোপাধ্যায় ব্যোমকেশ ঠিক সেই মুহূর্তেই বড়পর্দায় ঠিক এই সময়তেই দেবের ব্যোমকেশ মুক্তি পাওয়া একি ইন্ডাস্ট্রির মধ্যে প্রতিযোগিতা নয় কি! সে যাই হোক অনিবার্ন আবিরের সঙ্গে তুলনা করতে গেলে কে ভালো ব্যোমকেশ করেছে তা তো বলবে সাধারণ মানুষ। তবে বাংলা হান্ট এর উপলব্ধি বলছে কমার্শিয়াল হিরো হিসেবে দেবের আত্মপ্রকাশ ঘটলেও বর্তমানে শেষ কয়েক বছরে বাংলা চলচ্চিত্র জগতকে অভিনেতা দেব একেবারে অন্য স্রোতের কিছু ভালো ছবি দিয়েছে। বলাই বাহুল্য ব্যোমকেশ তাদের মধ্য থেকে অন্যতম। এ ছবিতে কিছু কিছু দৃশ্য দেখে,হলে উপস্থিত থাকা মানুষই বিচার করেছে কোথায় দেবের অভিনয় ছিল টপ নচ।আর কোথায় খানিক হলেও টলমল হয়েছে পা।

সব মিলিয়ে দেবের এই ব্যোমকেশ যেন এক ফ্যামিলি ম্যানের গল্প ।কয়েকটি দুর্দান্ত ড্রোন শট, কিছু ভালো বিজিএম, দেব রুক্মিণীর কিছু ভালো সংলাপ,ক্লাইম্যাক্স এই নিয়ে ছিল গোটা ছবি। হলে উপস্থিত থাকার পর বাংলা হান্ট দেব অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য কে দশে সাত রেটিং দেয়। এক কথায় আলু ঠিক মতো সিদ্ধ হলেও লঙ্কা, সর্ষের তেলের পরিমান নিয়ে আরো খানিক ভাবতে পারতো পরিচালক। ।

তবে শেষ কথা বলবে দর্শক। তারা কিন্তু বলছে —

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *