Board

পঞ্চায়েত বোর্ড গঠন করা নিয়ে ফের উত্তপ্ত ফুরফুরা

চলল বোমাবাজি।

দেদার ইট বৃষ্টি।

বিধায়ক নৌশদ সিদ্দিকীর বাড়িতে ইট বৃষ্টির অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

পঞ্চায়েত নির্বাচনের পরও সন্ত্রাস অব্যাহত ।

 

পঞ্চায়েত নির্বাচনে অন্যতম হাই ভোল্টেজ স্থান হিসেবে বারংবার নাম উঠে এসেছে বিধায়ক নওশাদ সিদ্দিকীর এলাকা ভাঙ্গরের। কখনো বোমাবাজি কখনো ইট বৃষ্টি দফায় দফায় তৃণমূল বনাম আই এস এফ এর সঙ্গে দাঙ্গা বেঁধেছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। বর্তমানে দেখা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন শেষ হলেও এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে রাজ্য। এবার পঞ্চায়েত বোর্ড গঠন করাকে নিয়েও রণক্ষেত্র আকার ধারণ করল ফুরফুরা। সকাল থেকেই এলাকায় আইএসএফ কর্মীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তোলে তৃণমূল। ।

 

প্রসঙ্গত ফুরফুরা পঞ্চায়েতে ২৯টি আসনের মধ্যে ২৪টা পেয়েছে তৃনমুল আর আই এস এফ ও সিপিআইএম জোট পেয়েছে ৫ টি আসন। এদিন বোর্ড গঠন এর আগে থেকেই দেখা যায় বন্ধ করে রাখা হয়েছে পঞ্চায়েত অফিস এরপর বোর্ড গঠনের পরই দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়। যত বেলা গড়ায় ততই বাড়তে থাকে অশান্তি পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপের পর নতুন অভিযোগ ওঠে প্রশাসনের বিরুদ্ধে আইএসএফ বিধায়ক নওশাদের বাড়িতে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

0:28-0;38

বিরুদ্ধে। এরপর এক পুলিশ অফিসারের সাথে বচসায় জড়ান নওশাদ। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়।

 

জানা যাচ্ছে,ইটের আঘাতে হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) লালটু হালদারের মুখে ও ঠোঁট আঘাত লাগে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটতে শুরু করেছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *