23-0;33 —0;36
“ভালো ছেলে ছিল।
যাদবপুরে যাওয়াই কাল হলো
যাদবপুর কেড়ে নিলো ছেলেকে
স্বপ্নদ্বীপের মৃত্যুর পর বিস্ফোরক প্রতিবেশীরা
0;14-0;23 -1;34
এক তরতাজা প্রাণ। এক বুক স্বপ্ন নিয়ে এসেছিল যাদবপুরে ,নিজের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার জন্য। ছেলে শহরে পড়তে যাচ্ছে ভবিষ্যৎ উজ্জ্বল করতে এমন বিশ্বাস রেখে স্বপ্নদ্বীপের বাবা-মা ও হোস্টেলে থেকে পড়াশোনা করার অনুমতি দিয়েছিল স্বপ্নদ্বীপকে। তবে কে জানতো ভাগ্য এমন খেলা দেখাবে । সুস্থ সবল নয় ছেলের মৃতদেহ পাওয়া যাবে বিশ্ববিদ্যালয় থেকে
0;25-0;37 –1;34
নদীয়ার বগুলার কলেজ পাড়ার ছেলে স্বপ্নদ্বীপ কুণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়তে আসেন প্রথম বর্ষের বাংলার ছাত্র হিসেবে । প্রতিদিন যাতায়াত করা সম্ভব নয় তাই হোস্টেলে থেকেই পড়াশোনা করার সিদ্ধান্ত নেয় স্বপ্নদ্বীপ নদীয়া থেকে আসবার সময় বাবা-মা আত্মীয়-স্বজন প্রতিবেশীদের খানিক চোখের জল ফেলিয়ে এসেছিল স্বপ্নদ্বীপ। পাড়ায় ভালো ছেলে হিসেবে পরিচিত সে । পাড়ার সকলের আদরের স্বাভাবিকভাবে তার মৃত্যু তে শোকের ছায়া এলাকায়,তারা বলছে যাদবপুর কেড়ে নিল তাদের ছেলেকে।
পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর আগের দিন সন্ধ্যার সময় শেষবারের মতো মায়ের সাথে ফোনে কথা বলে ছাত্রটি। এরপর রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ পরিবারকে জানানো হয়, স্বপ্নদ্বীপ ছাদ থেকে পড়ে গিয়েছে। জানা যায়, হোস্টেল চত্বরে নিচে স্বপ্নদ্বীপকে গুরুতর যখন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। পরে হাসপাতালে মৃত্যু হয় স্বপ্নদীপের।
Byte 0:41-1;02
জলজ্যান্ত ছেলে রোগের সামনে চলে গেল এ যেন কিছুতেই মেনে নিতে পারছেনা আত্মীয় স্বজন। প্রতি মুহূর্তে চোখের সামনে ভেসে উঠছে তার মুখ। কিভাবে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই মৃত্যু হলো এক জলজ্যান্ত ছাত্রের রাগিং নাকি অন্য কোন কারণ এই নিয়ে যখন শুরু হয়েছে কাটা ছেঁড়া তখন স্বপ্নদ্বীপের প্রতিবেশীদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্যই আজ সন্তান হারা হলো স্বপ্নদীপের মা
Byte
Leave a Reply