Bhotabhuti

ভোটাভুটি তো অনেক হলো

এবার লটারি টিকিট কেটে প্রধান হল তৃণমূল

কপালের জোরে,

পঞ্চায়েত প্রধান তৃণমূল প্রার্থী।

 

 

পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক ২ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া ছিল নয় তারিখ।আর সেই বোর্ড গঠন প্রক্রিয়াতেই দেখা গেল অভিনব পদ্ধতি। পঞ্চায়েত প্রধান ঠিক করতে শেষমেষ লটারি। লটারির মাধ্যমে ঠিক হলো নতুন পঞ্চায়েত প্রধান।

0;35-1;01 komola

পঞ্চায়েত নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েত থেকে ১৬ টি আসনে নির্বাচন হয় সেখানে তৃণমূল ৭ টিতে BJP ৪ টিতে CPI(M)১টিতে ISF-১ টিতে ও নির্দল ৩ টিতে জয় লাভ করে। ওই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী ত্রিশঙ্কু হওয়ায় বোর্ড গঠনের আগে পর্যন্ত চলছিল CPI(M),ISF ও নির্দলের জয়ী প্রার্থীদের টানাপোড়ন। শেষ পর্যন্ত দেখা যায় যে ৮২ নং বুথের নির্দলের জয়ী পার্থী নয়ন কুমার মন্ডল যাকে নির্বাচনের আগে তৃণমূল বহিষ্কার করেছিল দল থেকে , তবে তিনি তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেই ২৬৩ ভোটে জয়লাভ করে আবারো দলে ফিরে তৃণমূলকে সমর্থন করে অপরদিকে সিপিএম সহ অন্যান্য নির্দল প্রার্থীরা বিজেপিকে সমর্থন করায় দুই পক্ষের মধ্যে সমান সমান হয়ে যায়।

Byte 0:18-1;03 neel

 

বোর্ড গঠন প্রক্রিয়াতে প্রথমে ওই ১৬ জন প্রার্থীর মধ্যে প্রধান ও উপপ্রধান পদ নিয়ে ব্যালট ভোট করা হয় সেখানেও উভয় পক্ষের মধ্যে সমান সমান ভোট পড়ে। যারফলে কোনভাবেই একজন প্রধানকে পাওয়া সম্ভব হচ্ছিল না। অবশেষে খানিক নিরুপায় হয়ে সরকারি আধিকারিকরা ১৩ বছরের এক নাবালক ও ১৩ বছরের এক নাবালিকাকে নিয়ে গিয়ে লটারি করেন। আর সেই লটারিতে ভাগ্যের জেরে তৃণমূল প্রধান ও উপপ্রধান পদ লাভ করে । প্রধান হয় OBC-কাজী রফিক আমেদ খান এবং উপপ্রধান হয় GENERAL নয়ন কুমার মন্ডল।

3;04-3:23 komola


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *