বালুরঘাট : এবার পঞ্চায়েত গঠনের পর বিরোধীদের হাতে থাকা পঞ্চায়েত অফিস গংগাজল ছিটিয়ে শুদ্ধকরন প্রথা চালু করল শাসক দল তৃনমুল। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার পতিরাম থানার অন্তর্গত নাজিরপুরে।
এবারের পঞ্চায়েত ভোটে দীর্ঘ ৪৫ বছর পর বামেদের কাছ থেকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিলো তৃণমূল কংগ্রেস। । এ বিষয়ে পঞ্চায়েত প্রধান বলেন দীর্ঘ ৪৫ বছর ধরে বামফ্রন্ট এই গ্রাম পঞ্চায়েত দখল করেছিল। গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির মধ্যে দিয়ে বামফ্রন্ট এই পঞ্চায়েতকে দূষিত করে দিয়েছিল তাই আজ আমরা গঙ্গাজল দিয়ে এই গ্রাম পঞ্চায়েত পরিশুদ্ধ করলাম।
যদিও বিরোধীদের অভিযোগ সবটাই ছিল ভোটের নামে প্রহসন। বিজেপি কিছুটা প্রতিরোধ করে তবু তিনটি আসন ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে।
Leave a Reply