হাতেনাতে ধরা পড়লো হাওড়া স্টেশন ছিনতাই কারি চক্র।
মানুষের পকেট কেটে দামি ফোন মানিব্যাগ চুরি করাই এদের কাজ।
স্টেশন থেকে চুরি করা মোবাইল ফোন রাতারাতি হয়ে যেত পাচার ।
তারপর হারানো ফোনের নাগাল পাওয়া নামুমকিন ব্যাপার।
অবশেষে পুলিশের হাতে ধরা পরল জালিয়াতরা
দিনের পর দিন ধরেই চলছে এই ব্যবসা । দিনের পর দিন ধরে মানুষের পকেট কেটে দামি মোবাইল ফোন থেকে ঘড়ি কিংবা মানিব্যাগ হাপিস করে দিত এই চক্র। চোখের নিমিষেই হাতের কারসাজি ,দীর্ঘদিন ধরে স্টেশনে স্টেশনে এমনই কাজ করতো হাওরা স্টেশন ছিনতাইকারী চক্র। বহুদিন ধরে রাডারে থাকার পর অবশেষে সোনারপুর থানার তত্ত্বাবধানে গ্রেফতার করা হয় ওই চক্রের তিনজনকে।
ধৃত রাজ আইচ, শেখ কাসেম ও আকাশ হালদার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে হাওড়া ষ্টেশনের যাত্রীদের মোবাইল ফোন ও মানিব্যাগ। সবমিলিয়ে ৫টি দামী মোবাইল উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ।
সোনারপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মন্ডলের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে টহল দেওয়ার সময় এই তিনজনকে সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোন ও মানিব্যাগ। এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা মুলত রিসিভারের কাজ করত। অর্থাৎ হাওড়া স্টেশনের মধ্যে ছিনতাইকারীর টিম মানিব্যাগ ফোন চুরি করার পর তুলে দিত তাদের হাতে ।সেখান থেকে চোরাই মালপত্র নিয়ে এরা ঘুটিয়ারী শরীফে জমা করত। তবে অবাক হবেন জানলে তাদের দৈনিক পারিশ্রমিক ,এরজন্য প্রতিদিন এরা ৭০০ টাকা করে মাইনে পেত বলে জানা গিয়েছে। ৭০০ টাকার বিনিময়ে এমন অসামাজিক কাজে লিপ্ত হত তারা।
ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চক্রের সাথে আরও অনেকে যুক্ত আছে বলে জানা যাচ্ছে তদন্তে। তাদের সন্ধান চালানো হচ্ছে বলে সোনারপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে। ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হয়েছে সম্ভবত নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে আবেদন করবে পুলিশ।
Leave a Reply