Footge
বিজ্ঞান কি না পারে!
এই প্রযুক্তির জন্যই আজ মানুষ চাঁদে যেতে পারছে ।আবার এই প্রযুক্তি আছে বলেই মানুষের মত আরেক মানুষ বানানো সম্ভব হয়েছে।
ক্রমাগত সময়ের সাথে সাথে যতই প্রযুক্তির উন্নত থেকে উন্নততর হয়েছে ততই মানুষের কাজ হয়েছে আরো সহজ থেকে সহজতর। বদলেছে মানুষের অভ্যেস ,তবে একবার কল্পনা করুন তো ! যে “হাতে টানা রিক্সা” আপনি মধ্য কলকাতার অলিতে গলিতে দেখেছেন তার বদলে রিকশা টেনে নিয়ে যাচ্ছে এক রোবট । আপনি পারবেন মেনে নিতে? এতদিন যে রিক্সা হাতে দেখা যেত রক্ত মাংসের তৈরি মানুষদের? আজ বিজ্ঞানের আশীর্বাদে সেই রিক্সায় টেনে নিয়ে যাচ্ছে রোবট। তাওবার কলকাতার রাস্তায়। কল্পনা করতে পারছেন ?কলকাতার রাস্তাতেই দেখা মিলল এমন এক রিক্সার। যা চালাচ্ছে রোবট
দেখুন সেই ভাইরাল ভিডিও!
একেবারে রিক্সার মতন একটি গাড়ি তার উপরে বসে আছে চালক তার দুহাতে রয়েছে দুটি দড়ি। সেই দড়ি দিয়েই রোবটটিকে নিয়ন্ত্রণ করছেন তিনি। দড়ি টানাটানির মাধ্যমেই ক্রমশ এগিয়ে চলেছে রোবট ।আর তাতেই এগিয়ে চলেছে সমগ্র গাড়ি । কলকাতা রাস্তায় গাড়ি নিয়ে নামতেই রীতিমতো হুলুস্থুলু কান্ড পড়ে গেছে। যদিও এই ভিডিও কোথাকার তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই ভিডিও দেখে অনেকেই বলছেন প্রযুক্তির আশীর্বাদে সবই সম্ভব। কিছুদিন পর প্রযুক্তি এমন হবে যখন বিজ্ঞান চালাবে মানুষকে। রোবটরাই হবে নিয়ন্ত্রক
Leave a Reply