Rokjha

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেও হলো না শেষ রক্ষা।

তৃণমূল জিতলেও বোর্ড গঠন করল বিজেপি, সিপিএম

0;00-0;24 tip

আবার পঞ্চায়েত প্রধান তৃনমূলের বিজয়ী পার্থী।

এ কেমন পঞ্চায়েত!

 

1;50-1;59 neell chek vhek

 

রাজনীতিতে বোধহয় সব সম্ভব ।সেখানে দল বদলি মামুলি ব্যাপার।তবে পঞ্চায়েতে জিতল একদল দল গঠন করল অন্যদল, আবার পঞ্চায়েত প্রধান একদল!

পঞ্চায়েত নির্বাচনে শুরু থেকেই দলবদলের হিড়িক দেখেছে রাজ্য ।নিজের দলে না পোষালেই রাতারাতির নীতি আদর্শ ভুলে দল পাল্টে ফেলছে কর্মীরা। এবারে খোদ রাজ্যের মন্ত্রীর এলাকাতে তৃণমূল জিতেও হলো না লাভ। শেষমেষ বোর্ড গঠন করল বিজেপি এবং সিপিএম। আবার পঞ্চায়েত প্রধান তৃনমূলের জয়ী প্রার্থী।

1;43-2;07 chek chek

কৃষ্ণনগর এক গ্রাম পঞ্চায়েতের রুই পুকুর গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ২২টি। গত নির্বাচনে ২২ টির মধ্যে ১৩ টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । সিপিএম পায়ে ২টি আসন ও বিজেপি জয়লাভ করে ৭ টি আসনে। ভোটের পর তৃণমূলের ১জন জয়ী প্রার্থীর মৃত্যু হলে শাসক দলের আসন সংখ্যা দাঁড়ায় ১২ টিতে। তবে সমস্যা সৃষ্টি হয় তারপর , রুই পুকুর পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য পঞ্চায়েত প্রধানের দায়িত্বে তৃণমূলের পছন্দের সদস্যকে মেনে নিতে না পেরে তৃণমূলেরই জয়ী প্রার্থীদের মধ্যে ২জন বিরোধিতা করে। পরবর্তীতে বোর্ড গঠনের সময় বিজেপির সাথে হাত মেলায়। যার ফলে প্রথমদিকে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও পরবর্তীতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ১০ টি। অন্যদিকে সিপি (আই)এমের দুজন জয়ী প্রার্থী রাতারাতি চলে আসেন বিজেপিতে, যার ফলে মঙ্গলবার রুই পুকুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হন তৃণমূলের জয়ী প্রার্থী অনুপ বিশ্বাস। পাশাপাশি উপপ্রধানের দায়িত্ব পান বিজেপির জয়ী প্রার্থী সুপ্রিয়া মণ্ডল।

 

 

এ প্রসঙ্গে বিজেপির প্রার্থী সুপ্রিয়া মন্ডল জানান, 0;00-0;16


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *