Hospital

হাসপাতালের প্রসূতি বিভাগে বসে রয়েছে সাপ।

মানুষের পাশেই কুণ্ডলীকৃত হয়ে বসে রয়েছে বিষধর সাপ।

রোগী দেখতে এসে আত্মারাম খাঁচা পরিবারের লোকেদের।

সাপ সাপ সাপ!

হাসপাতালে আতঙ্কের চিৎকার রাতবিরেতে

নার্স থেকে শুরু করে আমজনতা এলোপাতাড়ি দৌড়চ্ছে সকলে

হাসপাতাল তখন যেন দৌড়ের মাঠ।

 

 

হাসপাতালের ভেতর রয়েছে সাপ । হাসপাতালের প্রসূতি বিভাগে দিব্য গুটিসুটি মেরে বসে রয়েছে বিষধর। এখানেই শেষ নয় তার সঙ্গে আবার বসে রয়েছে আস্ত একটি বিড়ালও। ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে মহিলা প্রস্তুতি বিভাগ এবং পুরুষ বিভাগের মাঝেই পাওয়া গেল জ্যান্ত সাপ। দেখতে পেয়েই চরম আতঙ্ক হাসপাতাল চত্বরে। দৌড়াদৌড়ি হুটোপাটি প্রাণ বাঁচাতে প্রাণপণে ছুট।

 

0;00-0;22 mohila

 

জানা যায় রাতের বেলা যখন গোটা হাসপাতালে প্রায় প্রত্যেক কর্মচারী ব্যস্ত রোগীদের নিয়ে । ঠিক সেই সময় এক রোগীর আত্মীয় নিজের রোগীকে দেখতে প্রসূতি বিভাগের উদ্দেশ্যে যাচ্ছিলেন ,ঠিক সেই সময় দরজার সামনে সাপ এবং বেড়াল টিকে মুখোমুখি বসে থাকতে দেখেন।দেখতে পেয়েই ভয়ে চিৎকার জুড়ে দেন ওই মহিলা ।ছুটে আসে ওয়ার্ডে ভর্তি থাকা রোগী ও তাদের পরিজনরা । ছুটে আসেন নার্স ও চিকিৎসকরা।ও ভয়ে হুলুস্থুন পড়ে যায় হাসপাতালে সমস্ত বিভাগে। সাথে সাথে প্রসূতি বিভাগ, শিশু ওয়ার্ড এর দরজা বন্ধ করে দেওয়া হয়। আতঙ্কে চিকিৎসকদের একাধিক বেরিয়ে যান ওয়ার্ড ছেড়ে। ।অনেকে আবার সেই দৃশ্য মোবাইল বন্দী করতে থাকেন ।  সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক দেবস্মিতা সরকার খবর দেন ব্লক স্বাস্থ্য আধিকারিক কে। কর্মরত এক নার্স মৃদুলা সাহা, বলেন,

 

Byte 0;00-0;16 nurse

ঘটনায় আতঙ্ক ছড়াতেই খবর দেওয়া হয় সর্প বিশারদ কে। এর পর ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা হাসপাতালে গিয়ে প্রায় সাত ফুট লম্বা সাপ টিকে উদ্ধার করেন। তারপর ই খানিক আতঙ্ক মুক্ত হয় হাসপাতালে রোগী এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। স্বস্থির নিশ্বাস ফেলেন স্বাস্থ্য আধিকারিক। পরিবেশ প্রেমীরা জানিয়েছেন সেটি আসলে দাড়াশ সাপ ।

 

Byte 0:0-0;39 lok


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *