শ্মশানে বন্ধ ইলেকট্রিক চুল্লি।
কাঠে দেহ পোড়াতে আসলেই গলা কাটছে ডোমেরা
মানুষ পোড়াতে আসলেই পকেট ফাঁকা হচ্ছে বাড়ির লোকেদের।
10-16 pink
মুখ দেখে টাকা চাইছে ডোমরা
মানুষ পোড়াতেও ব্যবসা
হাওড়া সালকিয়া শ্মশান ঘাট এখন যেন ব্যবসা ক্ষেত্র
1;02-1:09 tilok
কথায় আছে মানুষ মরে শান্তি পায় ।তবে হাওড়া সালকিয়া শ্মশান ঘাটের এই ঘটনা দেখলে আপনি বলবেন মরেও শান্তি নেই হাওড়া সালকিয়ায় বাধাঘাট শ্মশান এখন ডোম দের ব্যবসা ক্ষেত্র ।মৃতদেহ পোড়াতে আসলেই মুখে হাসি ফুটছে তাদের। ইলেকট্রিক চুল্লি বন্ধ তাই কাঠে পোড়াচ্ছে মৃতদেহ। আর মৃতদেহর বাড়ির লোকের মুখের অবস্থা দেখে বিল করছে তারা । মুখ দেখেই বলে দিচ্ছে এর পকেটে আছে এত টাকা। সঙ্গে সঙ্গে মোটা টাকার বিল হচ্ছে । শুধুমাত্র মানুষ পোড়াতে। ভাবা যায় মানুষ পোড়াতেও দরদাম!
1:02-1:24 tilok
। জানা যাচ্ছে গত মাসের শেষের দিকে এই শ্মশানের ইলেকট্রিক চুল্লি মেরামত শুরু হয়েছে। মেরামত চলবে ১৯ আগস্ট পর্যন্ত । ততদিন এখানে আসা মৃতদেহ কাঠের চুল্লিতে পোড়াতে হবে। কিন্তু অভিযোগ, ডোমেরা মানুষ বুঝে যেমন তেমন দর হাঁকাচ্ছে। তার ফলে কেউ সেই মরদেহ নিয়ে অন্যত্র জায়গায় চলে যাচ্ছে, আবার কেউ বেশি টাকা দিয়ে বাধ্য হয়ে কাঠের চুল্লিতে মৃতদেহ পোড়াচ্ছেন। সমস্যার মুখে পড়তে হচ্ছে মৃতদেহ পোড়াতে আসা লোকজনদের।
0:12-0;20 sada mota
এই সম্পর্কে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই জানান , হাওড়া পুরসভার যে বিভাগ এই দায়িত্ব বহন করে তারা কি ডোমেদের টাকা দিতে পারছে না যে ডোমদের যেমন তেমন মরা পোড়ানোর জন্য দর হাঁকাতে হচ্ছে ।
Byte3:01-2:24 tilok
। তবে যে অভিযোগ ডোমেদের বিরুদ্ধে সেই বিষয়টা খতিয়ে দেখবেন এবং যারা এই সব করছেন পৌরসভার নিয়মের মধ্যে যা আইন আছে কঠোরতম শাস্তির কথা জানান হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী ।
Byte 0;00-0;31
Leave a Reply