Lal

0;00-0;06 lal

নির্বাচনে জেতবার পরে দল বদলু হলো দুই সিপিএম প্রার্থী।

সিপিএমে ঘর থেকে যেতে রাতারাতি বদলে ফেললেন দল

কাস্তে হাতুড়ি ছেড়ে তৃণমূলে সিপিএমের দুই প্রার্থী

পঞ্চায়েত ভোটের পরও চলছে দেদার দল বদলি।

0;13-0;26 sada

সোনায় সোহাগা তৃনমূলের।

0;36-0;39 montri

 

কথায় আছে প্রতিশ্রুতি এমন দেয়া উচিত যা রাখতে পারবে। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থীদের মুখের কথাতে বিশ্বাস রেখেছিল দল।সেই কথাতেই দিয়ে দেয়া হয়েছিল টিকিট ।দলের সম্মান বাঁচাবো এই প্রতিশ্রুতি দিয়েছিল প্রার্থীরা, তবে নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা যাচ্ছে দল বদলি আটকাতে পারছে না কেউই । প্রতিশ্রুতি ভুল গিয়ে দিব্য দল বদলাচ্ছেন নেতারা। এমনকি নির্বাচনে জিতে যাওয়ার পরও দল বদলাচ্ছেন জয়ী প্রার্থীরা । তেমনই চিত্র দেখা গেল দক্ষিণ দিনাজপুরে।

পঞ্চায়েত নির্বাচন পার হতেই দক্ষিণ দিনাজপুরে মন্ত্রী বিপ্লব মিত্র হাত ধরে তৃণমূলে যোগদান সিপিআইএমের জয়ী ২ প্রার্থী সহ বহু অনুগামীদের।

সোমবার বিকেল ৪:০০ টায় বুনিয়াদপুরে হরিরামপুর ব্লকের কলসি বুথের সিপিআইএম প্রার্থী আরিফা খাতুন ও অজয় মণ্ডল ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। পাশাপাশি তাদের সাথে এলাকার প্রায় ৫০ জন সিপিআইএম অনুগামী তৃণমূলে যোগদান করেন এই দিন।

0;00-0;06 lal

0;11-0;27 sada

বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতেই তাদের তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন সিপিআইএম থেকে তৃণমূলে যোগদানকারী জয়ী প্রার্থীরা।

Byte

এই দিন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান “আগামী দিনেও লাগাতার বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচি জারি থাকবে দক্ষিণ দিনাজপুরে।”

Byte 2:02-2:31 montri


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *