একেবারে যেন আসল নারকেল তেল।
নকল আর আসলের মধ্যে ফারাক বুঝতে পারবেন না।
অথচ আসল নারকেল তেলের নামেই ভেজাল কৌটোবন্দী হচ্ছে দিনের পর দিন।
আবাসনের মধ্যেই চলছে নকল নারকেল তেলের কারবার।
লক্ষ লক্ষ টাকার ব্যয় করে চলছে চোরাই কারবার।
ভেজাল মদের পর এবার ভেজাল নারকেল তেল । বিভিন্ন রকম চোরাই পদ্ধতি অবলম্বন করে তৈরি করা হচ্ছে নকল নারকেল তেল তাও আবার খাস চন্দননগরের বুকে উত্তরপাড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর স্ট্রিটের একটি আবাসনে দিনের পর দিন তৈরি হচ্ছে ভেজাল নারকেল তেল।চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে,একটি নামি নারকেল তেল প্রস্তুতকারী সংস্থার তেল নকল করে বাজারে বিক্রি করা হচ্ছে তবে সেই নকল নারকেল তেলকে এমনই মোড়কে মুড়ে ফেলা হচ্ছে যে আসল আর নকলের মতো তফাৎ করতে গিয়ে হিমশিম খাচ্ছে ক্রেতারা। ভাবতে পারছেন! দিনের পর দিন বাজারে গিয়ে নকল নারকেল তেল কিনেছেন মানুষেরা ।
অভিযোগ পেয়ে চন্দননগর পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও উত্তরপাড়া থানার পুলিশ অভিযান চালায়।আটক করা হয় ৪৫০ বোতল তেল,বোতল সিল করার যন্ত্র,প্রচুর খালি বোতল এবং তেল তৈরীর সামগ্রী। যার অনমানিক মূল্যে আট থেকে দশ লক্ষ টাকা।গ্রেফতার করা হয় ভেজাল তেল তৈরীর কারবারি গোপাল সাহাকে(৫৫)।জানা যায়,ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে খুব শীঘ্রই।
অন্যদিকে প্রশ্ন উঠছে আরো একাধিক । জানা যায়, স্থানীয় কাউন্সিলর এর বাড়ি এবং এই অফিসের মাঝে ঢিল ছোঁড়া দুরত্ব ।তা সত্বেও এই বেআইনি কারবার চলছিল। অথচ তা জানেন না তিনি।
Leave a Reply