পৃথিবীর পাশের ১টি গ্রহেই এলিয়েনের সন্ধান! ভয়ংকর হুমকির মুখে মানবসভ্যতা, ১০০% নিশ্চিত নাসার এক বিজ্ঞানী

পৃথিবীর পাশের ১টি গ্রহেই এলিয়েনের সন্ধান! ভয়ংকর হুমকির মুখে মানবসভ্যতা, ১০০% নিশ্চিত নাসার এক বিজ্ঞানী

পৃথিবীর পাশের ১টি গ্রহেই
এলিয়েনের সন্ধান!
১০০% নিশ্চিত নাসার এক বিজ্ঞানী!

সেখানেই ঝাঁকে ঝাঁকে
ভিনগ্রহীদের বাস!

আর কয়েক বছর বাদেই
হানা দেবে পৃথিবীতে!
হুমকির মুখে মানবসভ্যতা!

কি নাম এই বিজ্ঞানীর?
কোথায় পেলেন এই তথ্য?

কীভাবে জোর গলায় বলছেন এলিয়েনের কথা?
কোন গ্রহেই বা আছে তারা?

ফাঁস করলেন প্রমাণ
দেখলে শিউরে উঠবেন

পৃথিবীতে কি সত্যিই এলিয়েন আছে? এটি মানুষের অনেক পুরনো একটি কৌতূহল। সিনেমায়, গল্পে অনেকেই আমরা এলিয়েন দেখেছি। তবে এবার বোধ হয় বাস্তবেও এলিয়েন দেখতে চলেছি। আজ্ঞে হ্যাঁ, এমন দাবিই সামনে আনল NASA। বিশ্বের এই অন্যতম উন্নত প্রতিষ্ঠানের তত্ত্বে ঘুম উড়েছে অনেকেরই।

Nasa-র বিজ্ঞানী তথা অ্যামেরিকার স্পেস ফ্লাইট সেন্টারের গবেষক ডক্টর ‘মিশেল থ্যালারই’ মূলত এই বিষয়ে তথ্য দেন। হ্যাঁ সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র “দ্যা সানকে” এমনই এক বিস্ফোরক তথ্য দেন ডক্টর থ্যালার। তার মতে, শুক্র গ্রহে রয়েছে এলিয়েনদের থাকার সম্ভাবনা। এই গ্রহের অন্দরেই বাসা বেঁধে থাকতে পারে এই এলিয়েন গুচ্ছ।

তিনি আরও বলেন। সেখানে রয়েছে কার্বন-ডাই- অক্সাইডে পূর্ণ বায়ু। আর অবাক ভাবে এখানেই লক্ষ্য করা গেছে জীবনের সম্ভাব্য লক্ষণ। “আমরা ভাবতে পারিনি শুক্র গ্রহে এটা সম্ভব”। “কিন্তু এর বায়ুমণ্ডলে আমরা ব্যাকটেরিয়া দেখতে পাই”। “আর ব্যাকটেরিয়ার উপস্থিতি যে কোনো গ্রহে প্রাণের সম্ভাবনা বাড়িয়ে দেয়”।

তবে ডক্টর থ্যালারের এই তত্ত্ব পুরোপুরি মানতে নারাজ। ‘কলেজ অব লন্ডন ইউনিভারসিটির’ জীববিজ্ঞানী অধ্যাপক ‘ডমিনিক পাপিনো’। তিনি বলেন ” জীবনের জন্য তরল অপরিহার্য”। “কিন্তু সূর্যে তেমন কোনো তরলের সন্ধান মেলেনি”।

প্রসঙ্গত শুক্রের তাপমাত্রা প্রায় ৪৭৫ ডিগ্রি সেলসিয়াস। তাই এলিয়েনের পক্ষে সম্ভব হলেও। পৃথীবির কোনো জীব তথা মানুষের পক্ষে শুক্র গ্রহে বাঁচা সম্ভব নয়। তবে পূর্বে সেখানে জল ও প্রাণ থাকার সম্ভাবনা থাকতে পারে। এমনই জানিয়েছেন বিজ্ঞানীরা।।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *