ভারতীয় রেলকে এমনি এমনিই দেশবাসীর ‘লাইফ লাইন’ বলা হয় না! প্রতিদিন ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্তে মোট আট হাজার রেলস্টেশন থেকে লক্ষ লক্ষ মানুষ সফর করে চলেছেন। এই কারণেই ভারতীয় রেল এশিয়ার দ্বিতীয় এবং গোটা বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক বলে বিবেচিত হয়। তাই ভারতীয় রেল প্রত্যেক দেশবাসীর গর্ব। পরাধীন ভারতে প্রথম রেল পরিষেবা চালু হয়েছিল ইংরেজদের হাত ধরেই। ১৮৫৩ সালে, ব্রিটিশ গভর্নর জেনারেল হার্ডিঞ্জের সময়েই প্রথম চালু হয়েছিল এই পরিষেবা।
১৯৪৭ সালে স্বাধীনতার সময়, দেশে মোট বিয়াল্লিশটি রেল ব্যবস্থা ছিল। তারপর থেকে প্রতিনিয়তই যাত্রীদের সুবিধার জন্য একটু একটু করে আরও বেশি উন্নত করা হচ্ছে এই গণ পরিবহন ব্যবস্থা। এখনও দেশের বহু প্রত্যন্ত এলাকাতেও রেল নেটওয়ার্ক বিস্তারের কাজ চলছে। প্রতিনিয়ত এই রেল পরিষেবা দ্বারা উপকৃত হচ্ছেন দেশের বিভিন্ন স্তরের মানুষ। ট্রেনে চেপে নিত্যযাত্রীরা যেমন গ্রাম কিংবা মফস্বল থেকে শহরে কাজের সন্ধানে যাচ্ছেন। তেমনি এই ট্রেনে চেপেই স্কুল-কলেজে যাওয়া আসা করছেন অনেক পড়ুয়ারাও।
এছাড়া দূরদূরান্তে চিকিৎসার জন্য কিংবা পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রেও দূরপাল্লার ট্রেনের গুরুত্ব অপরিসীম। তবে ভারতীয় রেল মানেই নানান অজানা তথ্যের ভান্ডার। যার খুঁটিনাটি সম্পর্কে জানা নেই অনেকেরই। তাই ট্রেনে তো কমবেশি আমরা সকলেই চেপেছি কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এই ট্রেনের ফুল ফর্ম কি? অধিকাংশ মানুষই হয়তো জানেন না টিভির ফুল ফর্ম যেমন টেলিভিশন তেমনই ট্রেনেরও রয়েছে একটি সম্পূর্ণ অর্থ। ট্রেন মূলত একটি ইংরেজী শব্দ। কিন্তু আসলে এটি একটি সংক্ষিপ্ত শব্দ। আসলে ইংরেজি শব্দ ট্রেনের ফুল ফর্ম হল টুরিস্ট রেলওয়ে অ্যাসোসিয়েশন ইনকর্পোরেশন।
কিন্তু হিন্দি হোক কিংবা বাংলা সব ক্ষেত্রেই ব্যবহার করা হয় এই ট্রেন শব্দটাই। কিন্তু অনেকেই হয়তো জানেন না ট্রেনেরও রয়েছে একটি বিশেষ বাংলা অর্থ। যা ব্যবহার করা তো দূরের কথা হয়তো জানেন না অনেকেই। আসলে ট্রেনকে শুদ্ধ বাংলায় ‘লৌহ পথ গামীনি’ বা ‘লৌহ শকট’ বলে। রেলকে যে শুদ্ধ বাংলায় ‘লৌহ পথ গামীনি’ বলে তার উল্লেখ মিলেছে উত্তম কুমার অভিনীত সিনেমা ‘ছদ্মবেশী’তেও। এছাড়া যখন রেলে বাষ্প চালিত ইঞ্জিন ছিল তখন একে বাষ্প শকট আর বিদ্যুৎ-এ চলার কারণে বিদ্যুৎ শকট-ও বলা হয়ে থাকে।
এখানে বলে রাখি, ট্রেন শব্দটি এসেছে ফরাসি শব্দ ট্রেনার থেকে। ইংরেজিতে ট্রেন শব্দটি সাধারণত এক ধরণের পরিবহণকে বোঝাতে ব্যবহার করা হয়। যা ট্র্যাক বা লাইনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রী বা পণ্য পৌছে দিয়ে থাকে।
Leave a Reply