চাঁদ-ই হল পৃথিবীর একমাত্র উপগ্রহ। রহস্যময়ী এই চাঁদকে নিয়ে মানুষের মধ্যে কৌতুহলের সীমা নেই। কখনও ভেবে দেখেছেন চাঁদে গেলে মানুষের ওজন কমে যায় কেন? এর পিছনে কি কারণ রয়েছে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা? পৃথিবীর তুলনায় চাঁদে ওজনের পার্থক্য বার করার জন্য কি কোনও সূত্র আছে? আসুন বিস্তারিত জানা যাক এই ভিডিওটিতে।
পৃথিবী থেকে চাঁদের মোট দূরত্ব ৩,৯৮,৫৯৮ কিলোমিটার। চাঁদ-ই হল পৃথিবীর একমাত্র উপগ্রহ। অনেকে তাই চাঁদকে পৃথিবীর ‘আত্মজা’ও বলেন। রহস্যময়ী এই চাঁদকে নিয়ে মানুষের মধ্যে কৌতুহলের সীমা নেই। এতদিন চাঁদের সৌন্দর্য্য পৃথিবীতে থেকেই উপভোগ করেছেন সবাই। তবে এখন মানুষ পৌঁছে যাচ্ছেন চাঁদেও। সম্প্রতি ইসরোর পাঠানো ভারতের তৃতীয় চন্দ্রযান চাঁদের মাটিতে পৌঁছাতেই চাঁদ সম্পর্কে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে তৈরী করেছে ব্যাপক কৌতুহল।
১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদে প্রথম পা রেখেছিলেন মহাকাশচারীরা। সেই ষাট সত্তরের দশকে মহাকাশচারীদের চন্দ্রপৃষ্ঠে লাফিয়ে লাফিয়ে হাঁটতে দেখা গিয়েছিল। চাঁদের ভর পৃথিবীর তুলনায় কম আর মাধ্যাকর্ষণ শক্তিও সেভাবে কাজ করে না। এই কারণেই পৃথিবী থেকে চাঁদে গিয়ে পৌঁছানোর পর সবচেয়ে বড় পার্থক্যটা লক্ষ্য করা যায় মানুষের ওজনে। মহাকাশ বিজ্ঞানীদের মতে পৃথিবীর তুলনায় চাঁদে মানবদেহের ওজন ছয় গুণ কমে যায়। তাই যদি পৃথিবীতে কোন মানুষের ওজন যদি ৬০ কেজি হয় তাহলে তারই ওজন চাঁদের মাটিতে গেলে হবে ১০ কেজির কম।
এখানেই প্রশ্ন ওঠে পৃথিবীর তুলনায় চাঁদে ওজনের পার্থক্য বার করার জন্য কি কোনও সূত্র আছে? তাহলে এখানে উত্তর হবে হ্যাঁ। জানা যাচ্ছে চাঁদে মানুষের ওজন কত তা বার করার জন্য দু’দুটি সূত্র রয়েছে।
প্রথম সূত্র: পৃথিবীতে একজন মানুষের ওজন × ১৬.৫ ÷ ১০০ = চাঁদে একজন মানুষের ওজন
ধরা যাক, পৃথিবীতে কারওর ওজন ৬০ কেজি। তাহলে চাঁদে সেই ব্যক্তির ওজন কত হবে?
সূত্র অনুযায়ী, ওই ব্যক্তির ওজন হবে –
৬০ কেজি × ১৬.৫ ÷ ১০০ = ৯.৯ কেজি
অর্থাৎ,৬০ কেজি ওজনবিশিষ্ট মানুষের ওজন চাঁদে ১০ কেজিরও কম হবে।
দ্বিতীয় সূত্র: চাঁদের ওজন = (পৃথিবীর ওজন / ৯.৮১) * ১.৬২
৯.৮১ = পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি (মিটার প্রতি বর্গ সেকেন্ড)
১.৬২ = চাঁদের মহাকর্ষীয় বল (মিটার প্রতি বর্গ সেকেন্ড)
এখন এই সূত্র অনুযায়ী চাঁদে মানুষের ওজন হবে –
(৬০) কেজি / ৯.৮১) * ১.৬২ = ৯.৯ কেজি
চাঁদে গেলে ওজন কমে যায় কেন?
কিন্তু প্রশ্ন হল, পৃথিবীর তুলনায় চাঁদে ওজন কমে যায় কেন? বিজ্ঞানীরা জানিয়েছেন এই সব ঘটে মধ্যাকর্ষণ শক্তির পার্থক্যের কারণে। আসলে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর থেকে ছয় গুণ কম হয়। এই কারণেই চাঁদে গেলে একজন মানুষের ওজন পৃথিবীর মোট ওজনের ছয় ভাগের এক ভাগ হয়ে যায়।
Leave a Reply