কোন কোন পুজোতে তুলসীর ব্যবহার নিষিদ্ধ জানেন? না জেনে, না বুঝেই তুলসী পাতা নিবেদন, ডেকে আনছেন সর্বনাশ!

কোন কোন পুজোতে তুলসীর ব্যবহার নিষিদ্ধ জানেন? না জেনে, না বুঝেই তুলসী পাতা নিবেদন, ডেকে আনছেন সর্বনাশ!

কোন কোন পুজোতে
তুলসীর ব্যবহার নিষিদ্ধ জানেন?

না জেনে, না বুঝেই
তুলসী পাতা নিবেদন
ডেকে আনছেন সর্বনাশ!

৩ দেবতাকে ভুলেও
দেবেন না তুলসী পাতা!

দারিদ্রে ভাসবে সংসার!
হাতছাড়া হবে মা লক্ষ্মী!

কীভাবে তুলসী পাতা ব্যবহার করবেন?
দেখুন শাস্ত্র কি বলছে

কথায় বলে তুলসী পাতা ছাড়া নাকি কোনও দেবতার পুজো হয় না। কিন্তু অনেকেই জানেন না এই তুলসী পাতা একদিকে দেবতাদের সন্তুষ্ট যেমন করে, অন্যদিকে এই তুলসী পাতাই আবার দেবতাদের অসন্তুষ্টও করে। তুলসী পাতা অনেক দেবতার কাছে সম্মান, আবার অনেক দেবতার কাছেই তুলসী পাতা অসম্মানের। আপনারা অনেকেই দেখেছেন তুলসী গাছ ঘরের ভিতরে ঠাঁই পাই না। তুলসাই গাছ সর্বদা বাড়ির বাইরে থাকে। এই উত্তরটি জানলেই আপনি বুঝে যাবেন কেন, সব দেবতার কাছে তুলসী পাতা গ্রহণযোগ্য নয় কেন। কথিত আছে একদিন বনের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় বিরাজ করছিলেন শ্রী শ্রী গনেশ। সেই সময় গণেশের রুপে মুগ্ধ হয়ে তুলসী দেবী তার প্রতি প্রেম নিবেদন করেন। গনেশ জানান তিনি ব্রক্ষ্মচারী। অতএব গজাননের পক্ষে প্রেম কিংবা বিয়ে কোনোটাই সম্ভব নয়। গণেশের কথা শুনেই রেগে যান তুলসী। অভিশাপ দিয়ে বলেন গণেশের ব্রক্ষ্মচার্জ স্থায়ী হবে না। তুলসীর আচরণে গনেশও রেগে যান। পার্বতী পুত্রও অভিশাপ দিয়ে বলেন, তুলসীর বিয়ে হবে এক অসুরের সঙ্গে। সেই থেকেই গণেশের পুজোতে আজও বন্ধ তুলসী পাতার ব্যবহার। তুলসী পাতা ব্যবহার করলেই গনেশ ক্ষিপ্ত হন। অসন্তুষ্ট হন।

এদিকে গণেশের অভিশাপে তুলসী দেবীর সাথে যে অসুরের বিয়ে হয়, তিনি ছিলেন ভয়ানক দানব। তার জ্বালায় চরম অতিষ্ঠ হয়ে ওঠে স্বর্গের দেবতারা। শেষমেশ ভগবান বিষ্ণুর হাতে প্রাণ হারায় ওই অসুর। বিধবা হন তুলসী দেবী। স্বামীকে হারিয়ে শোকে পাথর হয়ে পড়েন মা তুলসী। স্বামীর চলে যাওয়া মেনে নিতে পারেননি তুলসী। স্বামীর অকালে চলে যাওয়ার পিছনে দায়ী করেন বিষ্ণুকে। ভগবান শ্রী বিষ্ণু সমস্ত কিছু বুঝতে পারেন। তিনি দেবী তুলসীকে শান্ত করতে, বরদান করেন। ভগাবন বিষ্ণু, তুলসী দেবীকে কথা দেন, তুলসী আজীবন বিষ্ণুপদে ঠাঁই পাবে। এভাবে ধীরে ধীরে সখ্যতা বাড়তে থাকে তুলসী ও বিষ্ণুর। এক সময় তুলসী, ভগবান বিষ্ণুর কাছে অনুরোধ জানান তাঁকে গৃহে নিয়ে যাওয়ার জন্য। তখন বিষ্ণু বলেন, গৃহে লক্ষ্মী থাকায় তিনি কখনই তুলসীকে গৃহে নিয়ে যেতে পারবেন না। তারপরেই বিষ্ণু লক্ষ্মীকে উঠোনে ঠাঁই দেন। তাই তুলসী দেবীকে উঠোনে দেখা যায়।

অপরদিকে দেবাদিদেব মহাদেবকেও কখনও ক্ষমা করতে পারেনি তুলসী। গনেশের মতন মহাদেবকেও তুলসী পাতা নিবেদন করা হয় না। বিশ্বের সমস্ত প্রান্তে যেখানে মহাদেব ও সিদ্ধিদাতা গনেশ রয়েছেন, সেখানে বিশেষ ভাবে মানা হয় এই রীতি। যদি কেউ ভুলে করেও এই রীতি লঙ্ঘন করে তাহলে সংসারে নানা রকম বিপদ আসতে পারে। অমঙ্গল ঘটতে পারে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *