তার প্রিয় রং লাল হলুদ
তার প্রিয় দল ইস্টবেঙ্গল
মাঠে লাল হলুদ নামলে তাকে আর খুঁজে পায় কে
ডার্বিতে গলা ফাটান প্রবল আত্মবিশ্বাস নিয়ে।
লাল হলুদের প্রতি অগাধ ভালোবাসা
তাই চায়ের দোকান ও ইস্টবেঙ্গলের নামে।
চেনেন এই ভক্ত কে?
এই ভক্তকে দেখলে অবাক হবেন
ভক্ত তো অনেকেই হয় তবে এমন ভক্ত বোধহয় জুড়ি মেলা ভার ।শারীরিক অক্ষমতা আর্থিক প্রতিকূলতা যাবতীয় টানা পড়েন তার কাছে নগণ্য। যখন মাঠে খেলতে নামে তার প্রিয় দল ইস্টবেঙ্গল আর পাঁচটা পাগল ভক্তের মতো তাকেও দেখা যায় পাগলের মত চিৎকার করে নিজের দলকে সমর্থন করতে। তবে তার পরের দিনই ফিরে আসতে হয় নিজের চায়ের দোকানে । আসানসোলের গোপাল দাস এর চায়ের দোকানে চা প্রেমীদের থেকে বেশি ফুটবলপ্রেমীরা আসেন।
শিমুল তলায় গোপাল দাসের যে দোকানটি রয়েছে, তা তিনি সাজিয়ে রেখেছেন লাল হলুদ রঙে। সকাল থেকেই চায়ের দোকানে থাকেন গোপাল বাবু। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা দোকান তিনি সাজিয়ে তুলেছিলেন। লাল হলুদ রঙের বেলুন, একই রঙের মালা পরিয়ে সাজিয়েছিলেন নিজের কর্মস্থলকে। খুব ছোট থেকেই তিনি ইস্ট বেঙ্গলের অন্ধ ভক্ত।
Byte0;00-0;22
জীবনযুদ্ধে হার না মানা এই ফুটবল ভক্ত এলাকাতেই চালান ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব। যদিও তার সদস্য সংখ্যা আরও অনেক। পরিচালন কমিটিতেও অনেকেই রয়েছেন। তবে গোপালদা ছাড়া এই ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবও যেন জৌলুসহীন।
Byte
তবে পাড়ার গোপুদার চায়ের দোকানে ভিড় হলেও দিন শেষে রোজগার পাতি হয় না মনের মত । এমন রোজগার হয়না যা দুদিন বিলাসবহুল জীবন দিতে পারে তাকে। তবে দোকানকে মনের মত নিজের প্রিয় দলের পতাকা দিয়ে সাজিয়ে শান্তি পান তিনি। নিজের দলকে দেখেই শিখতে পেরেছেন হার মানলে চলবে না। তার প্রিয় দলের খেলোয়াড়রা যেভাবে মাঠে নেমে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায় , তেমনি অদম্য জেদ রয়েছে গোপাল বাবুর মনে। মনের সেই জোর থেকেই তিনি দুবেলা দু মুঠো অন্ন সংস্থান করতে পারছেন। একই সঙ্গে নিজের প্রিয় ক্লাবের প্রতি মানুষকে আকর্ষিত করতেও তিনি সমানভাবে ওস্তাদ। ইস্টবেঙ্গলের এই অন্ধ ভক্ত তাই এলাকাবাসীর কাছে অখ্যাত হয়েও খুবই জনপ্রিয়।
Leave a Reply