Bangla

অবশেষে বাংলা পেল তার চতুর্থ বন্দে ভারত।

0:06-0;12 sobuj

বিতর্কের মাঝেই নতুন বন্ধে ভারত দেখতে জনারন্য।

পাটনা হাওড়া বন্দে ভারত দেখে আপ্লুত আসানসোলবাসী

কেমন হলো চতুর্থ বন্দে ভারতের ট্রায়াল রান?

প্রথম ট্রায়াল রানেই দেখা গেল ভবিষ্যৎ।

0;16-0;35

 

 

ভারতীর রেলের ইতিহাসে বন্দে ভারত এক অন্যতম আবিষ্কার। অত্যাধুনিক সুবিধা, উচ্চগতি সম্পন্ন এই সেমি হাইস্পিড ট্রেন ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছে আপামর বিশ্বকে। ইতিমধ্যেই সেই বন্দে ভারতে চেপে গন্তব্যে পৌঁছানো হয়েছে আরো সহজ । তবে একদিকে যখন বন্দে ভারত নিয়ে মানুষের মধ্যে উত্তেজনার নেই কোন অন্ত তখন সেই বন্দে ভারত ই আক্রান্ত হয়েছে সাধারণ মানুষের দ্বারা। তা নিয়ে হয়েছে রাজনৈতিক বিতর্ক । সে একাধিক বিতর্কের মাঝেই মানুষ উপভোগ করে চলেছে তাদের বন্দে ভারত যাত্রা। আর এবার ভারতীয় রেলের পক্ষ থেকে বাংলাকে দেয়া হলো আরো এক বন্দে ভারত।

চতুর্থ এই বন্দে ভারত এক্সপ্রেস , শনিবার বেলা ১২ টা ১৩ মিনিট নাগাদ আসানসোল স্টেশনে এসে পৌঁছায়। আসানসোল মানুষের বহু প্রতীক্ষিত এই পাটনা হাওড়া বন্দে ভারত দেখতে প্রচুর মানুষের ভিড় জমায় আসানসোল স্টেশনে। বন্দে ভারত ঘিরে এদিন মানুষের মনে চরম উত্তেজনা দেখা যায়।

0;06-0;24 sobuj

Byte 0;03-0;19

 

এর আগে মে মাসে তৃতীয় বন্দে ভারত পেয়েছে রাজ্য। আর তার কয়েক মাসের মাথায় চতুর্থ বন্দে ভারত পেতে চলেছে বাংলা।আন্দাজ করা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ই আগস্ট থেকে এই ট্রেন হাওড়া এবং পাটনা রোডে চলাচল করবে। এই ট্রেন চলাচলের ফলে বাংলা ঝাড়খন্ড বিহার তিন রাজ্যকে এই ট্রেন জুড়বে বলে রেলসুত্র জানা গিয়েছে। সুতরাং সে ক্ষেত্রে তিন রাজ্যের মানুষের কাছে এটা একটা খুশির খবর।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *