তৃণমূলের শোষণের শিকার হয়ে বিজেপি সাংসদের বাড়িতে আশ্রয় নিল ৪০ জন পঞ্চায়েত সদস্য।
Bari chara bolche mohilara
বউ বাচ্চা নিয়ে কোনক্রমে পালিয়ে জন বার্নার বাড়িতে এতগুলো পরিবার।
1:25-1:45 jon
বাচ্চাদের প্রাণ বাঁচাতে পালিয়ে বেঁচেছে তারা।
জন বার্নার বাড়ি যেন এখন ধর্মশালা।
Foitge
পঞ্চায়েত নির্বাচন কেটে গেলেও পঞ্চায়েত পরবর্তী হিংসা যেন কাটার কোন নাম নেই। আবারো ফের শাসকদলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনের পরও দল বদলানোর জন্য চাপ দিচ্ছে তৃণমূল। বাড়ি বাড়ি গিয়ে বিজয়ী প্রার্থীদের দল বদলাতে বাধ্য করছে তারা । এমনকি এতে মদত দিচ্ছে পুলিশ প্রশাসন এমনই অভিযোগ তোলা হলো পালাকাটা বিধানসভার ২ এবং পূর্ব কাঠালবাড়ি মোদিরহাট বিধানসভার রাঙালি বাজনা এলাকার ৪৫ জন বিজয়ী প্রার্থীর পরিবারের তরফ থেকে। তাদের দাবি পঞ্চায়েত নির্বাচনের পরও তাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে তৃণমূল।
0:22-1;04 mohila
বর্তমানে বিজেপি সাংসদ জন বার্লার বাড়িতেই আশ্রয় নিয়েছেন তারা ।
0;34-0;57 jon
বাচ্চা স্বামী সমেত হাঁফ ছেড়ে বেঁচেছেন বাড়ির মহিলারা। কোনক্রমে মেঝেতে বিছানা করেই দিন গুজরাচ্ছেন তারা । সত্যি এটাই,নিজেদের ভিটে জমি ছেড়ে পালিয়ে আসতে হয়েছে তাদের, তাদের অবস্থা দেখলে চোখে জল আসবে আপনার ও। বিনা কোন অপরাধেই নিজেদের বাসস্থান হারিয়েছেন তারা। ইতিমধ্যেই ঘটনার জেরে তুমুল চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে এলাকায়। এই ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি শিবির। এখন দেখার বিষয় এই প্রার্থীরা আদতে কবে তাদের বাসস্থান ফিরে পায়।
Leave a Reply