রাতারাতি লটারি টিকিট কেটে এক কোটি টাকার মালিক এই যুবক।
ডিয়ার লটারি কেটে কোটিপতি কুশমন্ডি ব্লকের তরুণ।
ব্যবসা করার টাকা দিল লটারির টিকিট।
সখ করে কেটে কোটিপতি।
কথায় আছে কপালের নাম গোপাল ।সেই কপাল বদলাতেই প্রতিদিন লটারির টিকিট কাটতো কুশমন্ডি ব্লকের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা মর্তুজ আলী। লটারির টিকিট কাটাই যেন তার অভ্যেসে পরিণত হয়েছিল। প্রতিদিনই নতুন আশা নিয়ে ঘুমোতে যেত মর্তুজো । বিশ্বাস ছিল একদিন এই লটারি বদলে দেবে জীবন। হলো তাই
ডিয়ার লটারি কেটে কোটিপতি হলেন মোর্তুজ আলি।
জানা যায় প্রতিদিনের মতো এদিনও তিনি আজ বাজারে গিয়ে শখ করে লটারি কাটেন। ভাগ্যের কি পরিহাস! সে লটারিতেই ১ কোটির পুরস্কার। সেই লটারি দুপুর ১ টার পর খেলা হলে, তিনি জানতে পারেন তার কেনা লটারি প্রথম পুরস্কার অর্জন করেছে।খুশিতে পরিবার সহ স্থানীয়রা।
এইদিন রাত্রি ৮ টায় সেই লটারির টিকিট মোর্তুজ আলী পুলিশের কাছে জমা দেন। পাশাপাশি পুলিশের কাছে নিরাপত্তার জন্যও তিনি অনুরোধ করেছেন। তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা যায়।
মর্তুজ জানায় লটারিতে পাওয়া এই ১ কোটি টাকা দিয়ে ব্যবসা করতে চায় সে।দীর্ঘদিন ধরে যে জীবনকে নিয়ে তার দুঃখের শেষ ছিল না সেই জীবনকে খানিক ভালো করে বাঁচার সুযোগ পেয়েছে সে, তাই আজ আপ্লুত মর্তুজো।
Leave a Reply