Pet

Footge

হাতে নয় পায়ে ও নয়

তিনি পারেন পেট দিয়ে আঁকতে।

পেটে ধরে তুলি ভরিয়ে তোলেন ক্যানভাস

Footge

এসব করা তার কাছে বাচ্চাদের খেল।

ম্যাজিক ম্যানের কান্ডে হতবাক হবেন ।

 

Footge

 

 

 

 

বিস্ময়কর এই দুনিয়ায় কত কিছুই অবাক করে মানুষকে। কত অত্যাধুনিক আবিষ্কার যেমন মানুষকে তাক লাগিয়ে দেয় তেমন কোন অত্যন্ত সাধারণ মানুষের প্রতিভা ও অবাক করে দেয় । এ যেমন ধরুন নদীয়া জেলার চাপরার বাসিন্দা তুহিন, তিনি পারেন অপূর্ব আঁকতে তবে এই দুনিয়ায় অপূর্ব আঁকতে তো অনেকেই পারেন ,প্রশ্ন উঠতেই পারে তুহিন বাবুকে নিয়ে কেন কথা হচ্ছে? আসলে তুহিন বাবু এমন এক ব্যক্তি যিনি পারেন পেট দিয়া আঁকতে. নিশ্চয়ই অবাক হচ্ছেন? তবে এমনটাই যে সত্যি । নিজের চোখে দেখে বিশ্বাস করুন ঘটনার সত্যতা।

Foothe

হাতে নয় পাএ নয় তিনি পারেন পেট দিয়ে আঁকতে, পেটে ধরেন তুলি সেই তুলি দিয়ে ক্যানভাস বোলান ইচ্ছেমতো কিছুক্ষণের মধ্যেই ফুটে ওঠে তার কল্পনা।

নদিয়া জেলার চাপরার বড় অন্দুলিয়ার বাসিন্দা তুহিন মণ্ডল ছোট থেকে বাবার কাছে তার আঁকা শিখছেন। তবে সেভাবে কোনও শিক্ষক শিক্ষিকার কাছে আঁকা শেখেনি সে । নিজের চেষ্টায়, সে পেট দিয়ে আঁকতে আঁকতে নিজের নাম বিশ্বের দরবারে তুলে ধরতে এমন প্রচেষ্টা।

0;20-0;31

তবে তুহিন মন্ডলের এই প্রতিভা কেবলমাত্র নদীয়াতেই সীমাবদ্ধতা নয়।বিভিন্ন টিভি শো থেকে নানা প্রতিযোগিতায় সে সফল।

0;35-1;08

গোটা জীবনে তুলি ক্যানভাসই তার প্রিয় বন্ধু । আঁকতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন তিনি তাই আঁকাকে পেশা হিসেবে ধরে নিয়েছে তুহিন মণ্ডল।

1;32- 1:44

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *