উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে এক বস্ত্র হাট, ঐতিহ্যবাহী বস্ত্র হাট বছরের পর বছর ধরেই বহন করছে ঐতিহ্য। সুপার মার্কেট এলাকায় অস্থায়ী দোকান করেই চলে কেনাবেচা । দূর দূরান্ত থেকে মানুষ আসে এই হাটে কেনাকাটা করতে। মেয়েদের চুড়িদার থেকে বালিশের কভার হাতের নাগালে সবকিছুই। তবে দীর্ঘদিন ধরেই বস্ত্রহাটি ছিল অস্থায়ীভাবে অবশেষে ব্যবসায়ীদের দেখল সুখের দিন।
0;00+0;25 — jolud
হাবরা পৌরসভার তরফ থেকে অস্থায়ী এই সুপার মার্কেট ভেঙে আধুনিক রুপ দেওয়ার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয় বাস টার্মিনাস এলাকায়। গত ১৫ মাসে জয়গাছির সুপারমার্কেট এলাকায় তৈরি হয়েছে পৌরসভার উদ্যোগে ঝা চকচকে ছ’তলা বিল্ডিং। আধুনিক শপিংমলের ধাঁচেই এই বিল্ডিংয়ে থাকছে লিফটের সুবিধা। আলো ঝলমল ও বস্ত্র হাতে আসা মানুষদের সুরক্ষার কথা মাথায় রেখে অগ্নি নির্বাপন সহ নানা আধুনিক ব্যবস্থা রাখা হচ্ছে এই নতুন হাবরার বস্ত্র হাটের শপিংমলে। প্রায় ৮০০ ব্যবসায়ী এই বস্ত্র হাটের নতুন বিল্ডিং এ দোকান ঘর পাবেন বলে পৌরসভার তরফ থেকে জানা গিয়েছে।
0;04-0;41 Sada buti buti
দীর্ঘদিন ধরেই অস্থায়ী সুপারমার্কেট এলাকার বস্ত্র হাট নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন রাজ্যের মন্ত্রী তথা হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। মূলত তার উদ্যোগেই পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহার তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে আধুনিক এই বস্ত্রহাটের নতুন ৬ তলা বিশিষ্ট বিল্ডিং টি।
0;04-0;36 mamata pichone
ফলে পুজোর আগেই সম্ভবত আগস্ট মাসেই চালু হতে পারে নতুন বস্ত্র হাটের এই ঝা চকচকে বিল্ডিং বলে মনে করা হচ্ছে। আর এই খবর সামনে আসতেই রীতিমতো উচ্ছ্বসিত বস্ত্র ব্যবসায়ীরা।
Leave a Reply