দীঘায় জলতল কমতেই চোখে জল ভ্রমণপ্রেমীদের।
বহুদিন বৃষ্টি নেই
বৃষ্টির অভাবে নামছে জলস্তর।
ঘুরতে গিয়ে মাথায় হাত পর্যটকদের
ভ্রমন প্রেমীদের মধ্যে দুই ভাগ আছে ।এক যারা সমুদ্র পছন্দ করে । অন্য ভাগ যারা পছন্দ করে পাহাড় । তবে যারা সমুদ্রপ্রেমী তাদের কাছে সস্তায় পুষ্টিকর জায়গা দীঘা। এর মাঝে ভ্রমণ প্রেমীদের মধ্যে একাংশ রয়েছে যারা নতুন নতুন স্থান আবিষ্কার করতে পছন্দ করেন। তেমনি কিছু ভ্রমণ প্রেমীদের উদ্যোগে মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাটরার এক বিলের হয়েছে আত্মপ্রকাশ।যাকে বলা হয় মিনি দীঘা । বিভিন্ন সময় বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসে দীঘার পরিবেশ পেতে।জেলা বাসিত আসেই এর পাশাপাশি দূর-দূরান্ত জেলা থেকেও এমনকি রাজ্যের বাইরে থেকেও এই মিনি দিঘা দেখতে অনেকেই পর্যটকরা আসেন।
তবে এইবার এই মরশুমে মালদা সেই বিলে গিয়ে কার্যত মন ভেঙেছে পর্যটকদের । বর্ষার এই মৌসুমে যখন পুরোপুরি জলে টৈটুম্বুর থাকে বিল। ঠিক সেই সময় দেখা যাচ্ছে জেলাতে এবার সেই ভাবে বৃষ্টিপাত নেই যার ফলে জল তেমন নেই ভাটরা বিলে নেই ।সেক্ষেত্রে জলের সেই সমুদ্রের মত ঢেউ আর এইবার দেখা মিলেনি। মন খারাপ ঘুরতে আসা পর্যটকদের। তবে আনন্দে কোন ঘাটতি হয়নি জলের সেই ঢেউ নেই তাও মানুষ জলে নেমেই পা ভিজাচ্ছেন। স্থানীয় এক দোকানদার জানাচ্ছেন
Leave a Reply