যত গন্ডগোল দোকান নিয়ে
একটি দোকান তার মালিকানা কার?
1;08-1:19 sky
তুমুল ঝঞ্ঝাট ।
ক্যান্সার আক্রান্ত পরিবারকে দুষ্কৃতি দ্বারা আক্রমণ করার অভিযোগ আইনজীবির বিরুদ্ধে।
একটি দোকান আর সেই দোকান মালিকানা ঘিরেই যত গন্ডগোল । একজন বলছেন এই দোকানটি তার। অন্যজন বলছেন এই দোকানটি তার। আদতে দোকানটি যে কার? তাই নিয়ে এখন শুরু হয়েছে বচশা।বর্ধমান পৌরসভার বিল্ডিংয়ের নীচের পৌরসভার এই মার্কেটে একটি দোকানকে কেন্দ্র করে এই গন্ডগোল। শনিবার সকালে দোকানদার প্রতাপ কুমার দাস দোকান খুলতে এলে আইনজীবী জনি মিদ্যা দাবী করে তিনিই এই দোকানের মালিক।
0;05-0:22 chosma
দু পক্ষই দুপক্ষে তরফ থেকে যথেষ্ট পরিমাণ প্রমাণ দেয়ার চেষ্টা করে যা দিয়ে প্রমাণ করা যায় এই দোকানটি আদতে তাদের। এ কথার পরিপ্রেক্ষিতে প্রতাপ কুমার দাস জানান
আরামবাগ চিকেন নামক এই দোকানটি তিনি লিজে কিনেছেন । দীর্ঘদিন ধরে কোম্পানিতে চাকরি করার পর কোম্পানি তাকে মাইনে না দিতে পাড়াতেই এই দোকানটি দিয়েছেন পেট চালাতে.।
Byte 1;05-1:32 chosma
অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবি জনি মিদ্যা। তার দাবী এই দোকানের মালিক তিনিই। আরামবাগ চিকেনের কাছ থেকে তিনি এই দোকানটি কিনেছেন বলে দাবী করেছেন এই আইনজীবী।
Byte
0;00-0;29
35-40 sky
প্রতাপ কুমার বাবু জানান এই প্রথমবার নয় , এর আগেও আইনজীবী জনি দুষ্কৃতিদের নিয়ে তার দোকানে হামলা চালিয়েছে, । এর আগেও বহুবার হুমকি দেয়া হয় তাকে দোকান খালি করার জন্য। আর এবার একেবারে দোকানের চাবি কেড়ে নিয়ে চলে গেছেন তিনি। তার দাবি এই সমস্তই হয়েছে তার কাছে কাগজপত্র না থাকার জন্য। বহুবার তিনি চেষ্টা করেছেন দোকানের মালিকানা নিজের নামে করা। কিন্তু কোন বার তা সম্ভব হয়নি। আইনি জটিলতায় যার দরুন বারংবারি তার ওপর চড়াও হতে পেরেছে এই আইনজীবী।
Byte 3:11-3:32 chosma
ইতিমধ্যেই প্রতাপ কুমার দাস থানার দারস্থ হয়েছেন। এখন দেখার দোকানের মালিকানা ঘিরে যে জট তা ছাড়তে কত সময় নেয় ।
Leave a Reply