জলের আকাল
এলাকায় জল নেই দু থেকে তিন বছর
জল খেতে হলেই যেতে হচ্ছে ভিন্ন জেলায়।
0;02-0;15 saree
নদীয়ার এই গ্রামে পানীয় জল খেতে হলে পাড়ি দিতে হয় অন্য জেলায়
ভাবতে পারছেন!
0:29-0;37 kather mala golay
এই এলাকায় জল আসেনা দু-তিন বছর হল। দু তিন বছর হলো পানীয় জলের আকাল এখানে। রয়েছে কল অথচ কল থেকে পড়ে না জল। দু-তিন বছর ধরে পাশের জেলা থেকে বয়ে আনতে হচ্ছে খাবার জল । প্রতিদিন সকাল হতেই সারিবদ্ধ ভাবে গ্রামের মেয়ে বউরা যাচ্ছে ভিন্ন জেলায় জল আনতে । সে দৃশ্য দেখলে চোখের জল আসবে আপনার।
ভাবতে পারছেন একটা গোটা গ্রামে নেই পানীয় জলের ব্যবস্থা। নদীয়া জেলার বল্লভপাড়া গ্রামের হালদার পাড়া যেন বেঁচে রয়েছে কোনমতে।
0;38-0;58 nighty
। নদিয়া জেলার বল্লভপাড়া গ্রামের হালদারপাড়াতে প্রায় ১০০ পরিবারের বসবাস, আর এই হালদার পাড়ার বাসিন্দাদেরই দেখা গেল নদী পেরিয়ে নৌকা করে নদিয়া ছেড়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে পানীয় জল সংগ্রহ করতে আসতে। গত দু-তিন বছর ধরে বল্লভপাড়া গ্রামের হালদার পাড়ার বাসিন্দারা পার্শ্ববর্তী সাহাপাড়া থেকে জল নিয়ে আসতেন। ঝড়, জল- বৃষ্টি মাথায় করে তাদের সাহাপাড়া থেকেই জল নিয়ে আনতে হত। কিন্তু বর্তমানে সাহাপাড়াতেও ঠিকমত মিলছে না পানীয় জল।
0;28-0;37 kalo kar
কিনে খাবেন জল ?কিন্তু কতদিন? এখানকার আম আদমির পক্ষে প্রতিদিন কেনা জল খাওয়া সম্ভব নয় ।তাই বাধ্য হয়ে নৌকা করে বর্ধমানে কাটোয়া থেকে জল আনতে হয় এই গ্রামের বাসিন্দাদের।
0;59-1;08 kather mala
ভাবলে অবাক হতে হয় পানীয় জল নিয়ে ঠিক কতটা ভয়াবহ পরিস্থিতি নদিয়া জেলার বল্লভপাড়া গ্রামের হালদার পাড়ার বাসিন্দাদের । শুধুমাত্র পানীয় জলের কারণে নিজের জেলা ছেড়ে পাড়ি দিতে হচ্ছে অন্য জেলায়। স্থানীয়দের কথায় পঞ্চায়েতে জানানো হয়েছে কিন্তু জল কবে আসবে তারাও এখন কিছু বলতে পারছেন না ।এই অবস্থায় বল্লভপারার শ-খানেক পরিবারের আর্জি একটাই, যত দ্রুত সম্ভব এই জলের সমস্যার সমাধান হোক। বন্ধ হোক জল পেরিয়ে জল আনতে যাওয়ার এই সফর।
Leave a Reply