লোকালয়ের খুব কাছ থেকে উদ্ধার হল ১৭ ফুট লম্বা অজগর।
বর্ষা পড়তেই নতুন আতঙ্ক।
ছাগল খেতে গিয়ে জালে ধরা পরল দৈত্য
আতঙ্কে এলাকাবাসী
মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়া, এই এলাকাতেই ভর দুপুরবেলা উদ্ধার হয়েছে অজগর। লোকালয়ের এত কাছে এত বড় অজগর দেখতে পেয়ে কার্যত আত্মারাম খাঁচা সাধারণ মানুষের । প্রায় ১৭ ফুট লম্বা আদর্শ অজগর যাকে দেখলে রক্ত হিম হয়ে যাবার জোগাড়।
ঠিক কি হয়েছিল ?ঘটনার দিন দুপুরবেলা হঠাৎই চা বাগানের এক স্থান থেকে ছাগলের চিৎকারের আওয়াজ আসতে শুরু করে ।আওয়াজের উৎস খুঁজতে গিয়েই স্থানীয় কিছু বাসিন্দারা দেখতে পান এক আস্ত অজগর খুঁটিতে বাধা। ছাগলটিকে প্রায় জড়িয়ে পেঁচিয়ে নিজের কবজায় করে ফেলেছে। মানুষের উপস্থিতি দেখে অজগরটি ছাগলটিকে ছেড়ে দেয়। ততক্ষণে ছাগলটি মারা গেছে। সেই সময় স্থানীয়রা অজগরটিকে ধরে ফেলে। প্রায় তিনজন সুপার মিলে কোনরকমে আয়ত্ত করে সেই অজগরকে এরপর তারা বন দফতরের ধুপঝোড়া বিট অফিসে খবর দেন। খবর পেয়ে ধুপঝোড়া বিট অফিসের বন কর্মীরা এসে অজগরটিকে নিয়ে যান। এদিনই অজগরটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
Leave a Reply