Han

Gann

 

অবিকল যেন মোহাম্মদ রফি ।

না কোন অটো টিউন না কোন প্রযুক্তি

খালি গলায় তার গান শুনলে মনে হবে

স্বয়ং মোহাম্মদ রফি গাইছেন

কোন তালিম ছাড়াই এমন গান গাইতে পারে হুগলির এই ব্যাক্তি।

 

কথায় আছে শিল্পীর মৃত্যু হয় কিন্তু শিল্পের নয়। প্রকৃত শিল্পী সেই যার শিল্প রয়ে যায় সারা জীবন । আর তার মধ্যেই বেঁচে থাকেন শিল্পী ,গোটা বিশ্বে ভারতীয় সংগীত কে অন্য মাত্রায় পৌঁছে দেওয়াতে অন্যতম অবদান রয়েছে বিখ্যাত গায়ক মোহাম্মদ রফির । তার কন্ঠে আজও মন নেচে ওঠে কিংবা বিষাদে ভরে ওঠে । সেই রফির প্রয়াণ দিবসে অনবদ্য পদ্ধতিতে তাকে প্রণাম জানালো হুগলির পরমেশ্বর টুডু ।

1;20-1;39

মোহাম্মদ রফির অন্ধ ভক্ত ইনি।দুপায়ের সাইকেল ,পরনে সুট বুট, তিনি চলেছেন, সঙ্গে চলেছে একের পর এক রফির গান তার কন্ঠে । মোহাম্মদ রফির প্রত্যেকটি গান যেন তার শিরায় শিরায় । একের পর এক রেডিওর মতন গেয়ে চলেছেন গান ।এভাবেই এলাকার পর এলাকা চলেছেন তিনি । এই দিন সকালে শ্রীরামপুরে একটি সেলুনে রফির ছবিতে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানান রফি ভক্তরা।সেখানেই দেখা মেলে পরমেশ্বরের।

 

 

মোহাম্মদ রফির যে কোন গান যেন নখ দর্পনে তার একবার অনুরোধ করলেই হয় নিজে থেকেই একের পর এক গান গাইতে থাকেন তিনি ।

1;58- 2;29

কখনোলিকখে যো খত তুঝে,ও তেরি ইয়াদ মে,,,,,ইক না ইক দিন ইয়ে কাহানি বানেগি তুমেরি স্বপ্ন কি রানী বানেগি,,,,,চাহুগা ম্যায় তুঝে সাম সবেরে,,,,,হাম কালে হ্যায় তো কিয়া হুয়া দিলবালে হ্যায় এর মত অবিস্মরণীয় মন ভালো করা গান গেয়ে ওঠেন মনের আনন্দে।প্রথাগত গানের তালিম নেই তবু তার গান শুনতে মন্দ লাগে না শ্রোতাদের।তাই পরমেশ্বর গান ধরলেই রাস্তায় লোক জরো হয়ে যায়।যতদিন বাঁচবেন রফির গান থাকবে তার সঙ্গে বলেন পরমেশ্বর।

 

 

2:35-2;50


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *