Kobita path
Chul katvhe
একদিকে সেলুন অন্যদিকে কবিতা
সময় গুজরাতে নয় কবিতা লেখাই তার জীবন ধর্ম
৪০০০ এরও বেশি কবিতা লিখেছেন এই নাপিত
তবে না পেয়েছেন স্বীকৃতি
না বদলেছে ভাগ্য
আজও শখ হিসেবেই রাখতে হয়েছে কবিতা লেখা কে।
কথায় বলে যে রাধে সে চুল বাধে ।তবে এই কথা মেয়েদের জন্য প্রযোজ্য হলেও । সত্যি বলতে সাধন প্রামাণিক কে দেখলে আপনার ও খানিক এমনই কিছু বলতে ইচ্ছা করবে। সাধন প্রামাণিক পেশায় একজন নাপিত। বুঝতেই পারছেন দিন থেকে রাত সেলুনে ভিন্ন রকমের মানুষের ভিন্ন ভিন্ন চুল দাড়ি কাটতেই জীবন যায় তার ।
0;00-0;23
এভাবে খেটে খেয়েই ঘরে আসে দুটো টাকা তবে সেলুনের লোক খালি হতেই চুপি চুপি সাধন বাবু বসে পড়েন নিজে সাধনায়।
কবিতা লেখেন ছন্দ বেঁধে, তার কবিতা শুনে চুল কাটতে আসা মানুষ থেকে শুরু করে পাড়ার লোকেরা বাহবা দিয়েছেন প্রচুর। সেখান থেকেই নাম হয়েছে কবি সাধন প্রামানিক। তবে আর ৫ কবীর থেকে তার জীবন একেবারেই ভিন্ন। সংসারের অন্যটন বাধা হয়ে দাঁড়িয়েছে বারংবার, তাও সাধনা বন্ধ হয়নি সাধন বাবুর।
1;09-1:24
নদীয়ার কৃষ্ণগঞ্জের এই নাপিত ভাগ্যের পরিহাসে সংসারের বোঝা কাঁধে তুলে নিতে গিয়ে খুব বেশি দূর লেখাপড়া করতে পারেননি। হাতে তুলে নিতে হয়েছিল চুলদাড়ি কাটার যন্ত্রপাতি। তবে কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, সেই কারণেই নিজের সেলুনে বসেই চুল দাড়ি কাটার পাশাপাশি তিনি লিখতে থাকেন একের পর এক কবিতা।
দীর্ঘ ৪০ বছরে তিনি চার হাজারেরও বেশি কবিতা লিখেছেন। একি চাড্ডিখানি বিষয়! তার লেখা কবিতার চারটে বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যার মধ্যে তিনটে ভারতবর্ষে এবং একটি ওপার বাংলায়।
তবে এখানেই শেষ নয় সাধন বাবু আরও আক্ষেপের সুরে জানান, ” 0;39-1;08
Leave a Reply