দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের নয়া কার্গো টার্মিনাল ।
Footge
দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে সূচনা নতুন অধ্যায়ের ।, উদ্বোধন করা হল নতুন কার্গো টার্মিনালের। । বর্তমানে দিল্লি ও মুম্বাই থেকে (দুটি ফ্লাইট), চেন্নাই,হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু থেকে প্রতিদিন ছয়টি ফ্লাইট সংযোগ করবে এই বিমানবন্দরের নয়া টার্মিনালকে। এই মুহূর্তে ইন্ডিগো এবং স্পাইসজেট বিমানসংস্থার দ্বারা পরিচালিত করা হবে।
কোভিড মহামারীর পর গত দু’বছর ধরে এই টার্মিনাল নির্মাণের কাজে নতুন গতি এসেছিল যার দরুন ২০২৩ এর মাঝামাঝিতেই তৈরি হয় এই টার্মিনাল । সূত্র মাত্র জানা যাচ্ছে এই টার্মিনালের মাধ্যমে যেমন আমজনতার সুযোগ সুবিধা পাবে ঠিক তেমনই লজিস্টিক শিল্পের চাহিদা পূরণ হবে . ।
0;00-0;24
জানা যাচ্ছে এর ডিজাইন তৈরি করা এমন ভাবেই যাতে কর্ম প্রবাহ আরো সহজ থেকে সহজতর হয়। এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি থেকে শুরু করে সুরক্ষা। থাকছে এক্স-বিআইএস মেশিন থেকে শুরু করে থাকছে সর্বক্ষণের সিসিটিভি। এছাড়াও রয়েছে একাধিক সুযোগ সুবিধা।
0;31-0:50
এই টার্মিনালটি নির্মাণের দায়িত্বে ছিলেন, বেঙ্গল অ্যারোট্রোপলিস প্রজেক্টসলিমিটেড। কার্গো এর সমস্ত কাজ বা অপারেশন শুরু করার উদ্দেশ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় নিয়ন্ত্রক দ্বারা অনুমোদন পেয়েছে।
এদিন এই টার্মিনালটির শুভ উদ্বোধন করেন অঞ্জু মাদেকা,রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
এদিন তিনি বলেন,
1;05-1;47 -2:42
Leave a Reply