Sadhinota

স্বাধীনতার পর ভারত বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে আমদানি রপ্তানির জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্তের সাক্ষী থাকলো বনগাঁর পেট্রাপোল৷ বিদেশী মুদ্রায় নয়, শুরু হল বাংলাদেশী টাকার বিনিময়ে ভারতের রপ্তানি৷

 

এদিন থেকে পরীক্ষা মূলক ভাবে শুরু হয়েছে বাংলাদেশি টাকার বিনিময়ে ভারতীয় পণ্য রপ্তানি৷ আর এই সিদ্ধান্ত গ্রহণের পর থেকেই খুশি দুদেশের মানুষই। এদিন পেট্রাপোল বন্ধরে বাংলাদেশী টাকার বিনিময়ে রপ্তানি কাজ শুরু হল।

 

 

পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দু’দেশের মধ্যে ডলারের বিনিময়ে আমদানি রপ্তানি চলে আসছে। দুদেশের সরকারের সিদ্ধান্তের পর, এদিন থেকে পরীক্ষা মূলক ভাবে কেবলমাত্র ভারত থেকে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশী টাকা ব্যবহার চালু হল৷ এদিন চারটি ট্রাক পরীক্ষা মূলক ভাবে রপ্তানি করা হয়। বিষয়টি নিয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টম অনিল কুমার সিং জানান, ভারত বাংলাদেশের দীর্ঘদিনের আমদানি রপ্তানি সম্পর্ক। সেখানে দাঁড়িয়ে আমদানি রপ্তানি করতে গেলে ডলারে কনভার্ট করতে হতো। সেই ক্ষেত্রে ডলারের একটা সমস্যা দেখা গিয়েছিল বাংলাদেশে। সেই কথা মাথায় রেখে এখন থেকে রপ্তানিতে ডলার এর পাশাপাশি ব্যবহার হবে বাংলাদেশী টাকাও। এতে করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হবে। এদিনের এই ঘটনার সাক্ষী থাকলেন দু’দেশের বহু মানুষ। পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও এই সিদ্ধান্তে অনেকটাই সুবিধা হবে ব্যবসায়ীদের এমনটাই মনে করা হচ্ছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *